Tamilnadu

তামিলনাড়ুুতে বাস দুর্ঘটনায় মৃত ৬

জাতীয়

তামিলনাড়ুর তেন কাশির কাছে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৬ যাত্রী নিহত হয়েছেন। আহত অন্তত ২৮ যাত্রী। 
পুলিশ জানিয়েছে, একটি বাস মাদুরাই থেকে সেনকোট্টাই যাচ্ছিল। অন্যটি তেন কাশি থেকে যাচ্ছিল কোবিলপট্টি। মাদুরাই থেকে যে বাস যাচ্ছিল তার গতি বেশি ছিল। এই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। দুটি বাস ভেঙেচুরে গিয়েছে সংঘর্ষের অভিঘাতে। 
ঘটনায় শোক জানান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন।

Comments :0

Login to leave a comment