Everest

এভারেস্টের পথে তুমুল তুষারপাত, উদ্ধার ১০০০ অভিযাত্রীকে

জাতীয় আন্তর্জাতিক

উদ্ধার করা হচ্ছে এভারেস্টের নিচে আটকে পড়া অভিযাত্রীদের। প্রায় ১ হাজার অভিযাত্রী রবিবার আটকে পড়েন অস্বাভাবিক তুষারপাত এবং ঝোড়ো হাওয়ায়। 
তিব্বতের অংশে এভারেস্টের কাছের বিভিন্ন এলাকা থেকে উদ্ধারের কাজ চালাচ্ছে বলে জানিয়েছে চীনের প্রশাসন। 
হিমালয় অঞ্চলের নেপালেও প্রবল বৃষ্টি এবং বন্যায় ৫০ জনের বেশি মারা গিয়েছেন। হিমালয় অঞ্চলের ভারতের অংশে উত্তরবঙ্গ বিপর্যয় হয়েছে। 
চীনের প্রশাসন সোমবার জানায় যে প্রায় ৩৫০ অভিযাত্রী নিরাপদে সরিয়ে আনা গিয়েছে। কিন্তু আরও অন্তত ২০০ অভিযাত্রী আটকে আছেন। 
দীর্ষদিনের পর্বতারোহীরা অনেকেই ছিলেন অভিযাত্রীদের দলে। তাঁরা বলছেন, তুষারপাত এই অঞ্চলে স্বাভাবিক। কিন্তু যে মাত্রায় তুষারপাত হয়েছে আগে দেখেননি। সেই সঙ্গে ঝোড়ো হওয়া বইতে থাকায় খানিক বাদে বাদে রাস্তা পরিষ্কার করে অভিযাত্রীদের নিয়ে আসতে হয়। 
চীনে টানা আট দিন ছুটি চলছিল। হিমালয়ের পূর্ব অংশে এভারেস্টের কাছে তিব্বতের রাস্তায় কর্ম গ্রামে ছিল কয়েক হাজারের সমাগম। তার মধ্যে আটকে পড়েন প্রায় হাজার অভিযাত্রী। তাঁদের উদ্ধার করা গিয়েছে বলে জানিয়েছে তিব্বতের সংবাদ মাধ্যম।

Comments :0

Login to leave a comment