ডুয়ার্সে ঘুরতে এসে ট্রেনের ধাক্কায় মারা গেলেন এক যুবক পর্যটক। নাম বাবলু নস্কর (২৭)। বাড়ি দক্ষিণ ২৪ পরগণা জেলার ক্যানিং এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে ওদলাবাড়ি এলাকার ঘিস নদী সংলগ্ন রেললাইনে।
জানাগেছে, মৃত বাবলু নস্কর ও তার এক বন্ধু সরিফুল ইসলাম গত ৪ দিন আগে দার্জিলিং ঘুরতে আসে। সেখান থেকে গত বৃহস্পতিবার সকালে নিউমাল এলাকায় একটি লজে এসে ওঠে। সেখান থেকে বিকালে ওদলাবাড়ি ঘুরতে যান মৃত বাবলু নস্কর। বন্ধু লজেই থেকে যায়।
সন্ধ্যায় ঘিস নদী এলাকায় রহস্যজনক ভাবে রেলনাইন এলাকায় তার মৃতদেহ উদ্ধার করে রেল পুলিশ। রেল পুলিশ সুত্রে জানাগেছে বামনহাট- শিলিগুড়ি ডাউন প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়। নিউমাল জিআরপি সুত্রে জানা গেছে, মৃতদেহ উদ্ধার করে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে"। পুলিশের প্রাথমিক অনুমান সম্ভবত যুবকটি আত্মহত্যা করতে পারে। ময়না তদন্তের পর মৃত্যুর কারন জানা যাবে। স্থানীয় সূত্রে আরো জানাগেছে নিহতের সঙ্গে নগদ টাকা ও মুল্যবান অলংকার ছিল। খবর পেয়ে মৃতের পরিবারের লোকজন শুক্রবার মালবাজারে এসে পৌছায়।
Comments :0