আপার প্রাইমারি চাকরি প্রার্থী এসএসসি ভবন অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত সল্টলেক। সোমবার সকালে নিয়োগের দাবিতে এসএসসি ভবন অভিযানের ডাক দিয়ে ছিলেন চাকরি প্রার্থীরা।
এদিন করুনাময়ী মেট্রো স্টেশনে চাকরি প্রার্থীরা জড়ো হলে পুলিশ ধরপাকড় শুরু করে। চ্যাঙ দোলা করে তাদের প্রিজন ভ্যানে তোলা হয়। মহিলা চাকরি প্রার্থীদেরও আটক করা হয়। আন্দোলনরত চাকরি প্রার্থীদের অনেকেই পুলিশের ধরপাকড় এড়িয়ে আচার্য ভবনের সামনে চলে আসেন। রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন তারা।
হাই কোর্টের নির্দেশে ১৪,০৫২ জনকে নিয়োগ এবং কাউন্সিলিংয়ের দাবিতে তারা আচার্য ভবনের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। গায়ের জোড়ে যখন তাদের পুলিশ গ্রেপ্তার করতে যায় সেই সময় একজন আন্দোলনকারিদের বলতে শোনা যায়, ‘‘আমাকে মারুন। কিছুতেই উঠবো না। আমরা স্কুলে যেতে চাই। জেলে যেতে চাই না।’’
আন্দোলনরত চাকরি প্রার্থীদের দাবি ২০১৬ সালে টেট পাশ করলেও তারা কোন নিয়োগ পায়নি।
Upper primary protest
আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের এসএসসি ভবন অভিযান ঘিরে উত্তেজনা
×
Comments :0