Supporter protest

যুবভারতীর সামনে বিচার চেয়ে তিন প্রধানের বিক্ষোভ

রাজ্য খেলা

‘দুই গ্যালারির একই স্বর, জাস্টিস ফর আরজি কর’ এই স্লোগানে উত্তাল যুবভারতী ক্রীড়াঙ্গন। আরজি কর কান্ডের প্রতিবাদের আঁচ পড়তে  পারে খেলার মাঠে। সেই আশঙ্কা থেকে রবিবারের ডার্বি বাতিল করে দেওয়া হয়। দুই দলের সমর্থকরা জানান তারা যাবেন যুবভারতীতে আরজি করের ঘটনার প্রতিবাদ জানাতে।
সেই মতো দুপুর থেকে ভীর জমাতে থাকেন দুই দলের সমর্থক। যোগ দিয়েছেন মহামেডান ক্লাবের সমর্থকরাও। কলকাতার তিন প্রধান একসাথে আওয়াজ তুলেছেন বিচার চেয়ে।
তবে রবিরারের সমর্থকদের এই প্রতিবাদ আটকাতে স্বক্রিয় ছিল পুলিশ। রাত থেকে সর্থকদের ফোন করে বিধাননগর পুলিশের পক্ষ থেকে সতর্ক করা হয় প্রতিবাদ মিছিলে অংশ না নেওয়ার জন্য। 


শনিবার বেশ কিছু ইষ্ট মোহন সমর্থক যারা বিভিন্ন ফ্যানস ক্লাবকে নেতৃত্ব দেন তাদেরকে ফোন করে একপ্রকার ' শাসানি মূলক অনুরোধ ' করা হয় বিধাননগর পুলিশের থেকে। তাদের পক্ষ থেকে বলা হয় যে রবিবার যেন কোনমতেই যুবভারতীর সামনে আন্দোলনে জমায়েত না হয়। অর্থাৎ এই আন্দোলনকে দমানোর সবরকম প্রচেষ্টাই চালায় প্রশাসন। এছাড়াও যুবভারতীর সামনে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারাও জারি করা হয়েছে। 
শনিবার বেশ কিছু ফুটবলাররাও ফেসবুকে সরব হয়েছিলেন এই প্রতিবাদে। হীরা মন্ডল, সৌভিক চক্রবর্তী, প্রীতম কোটাল ও প্রবীর দাস ফেসবুক পেজে এই আন্দোলনকে সমর্থন করে প্রতিবাদ জানান। এর ঠিক পরে হঠাৎই ফেসবুক পেজ উড়ে যায় সৌভিকের।

Comments :0

Login to leave a comment