এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের পক্ষ থেকে নিট নিয়ে কেন্দ্রের গঠন করা কমিটিকে রিপোর্ট জমা করার সময় বেঁধে দেওয়া হয়েছে। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ৩০ সেপ্টেম্বরের মধ্যে তাদের রিপোর্ট জমা করতে হবে।
প্রধান বিচারপতির বেঞ্চ বলেছে, ‘‘আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিট সংক্রান্ত রিপোর্ট কমিটিকে গঠন করতে হবে। সেই রিপোর্টের ওপর ভিত্তি করে কেন্দ্রীয় শিক্ষা দপ্তরকে দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে।’’
নিট পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে মামলা করা হয় সুপ্রিম কোর্টে শুক্রবার সেই সব মামলাকে একত্রিত করে রায় জানায় শীর্ষ আদালত। প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে বিহার এবং ঝাড়খন্ড ছাড়া কোথাও কোন অনিয়ম ধরা পড়েনি। তাই পরীক্ষা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।
তবে পরীক্ষা পরিচালনা করার ক্ষেত্রে কেন্দ্রীয় সংস্থা এনটিএ’র যে একাধিক গাফিলতি আছে তা বলেছে শীর্ষ আদালত।
Comments :0