Supreme Court SSC

গ্রুপ সি এবং ডি নিয়োগের সময়সীমায় হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট

জাতীয় রাজ্য

এসএসসি গ্রুপ সি এবং ডি নিয়োগের সময়সীমা সংক্রান্ত বিষয় হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট, সোমবার জানিয়ে দেওয়া হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে। 
এসএসসি শিক্ষক নিয়োগের পরীক্ষা হলেও শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত কোন বিজ্ঞপ্তি জারি করেনি। কবে করা হবে তার কোন ইঙ্গিত নেই। এই পরিস্থিতিতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন মামলাকারিরা। 
সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অলোক আরাধের ডিভিশন বেঞ্চ এদিন বলেন, নিয়োগ বিজ্ঞপ্তি জারি হলে, যদি নতুন কোনও বিষয় উঠে আসে, তা নিয়ে মামলা করা যেতে পারে। তবে এই আদালত সেই শুনানি করবে না। তাদের আগে হাইকোর্টে যেতে হবে।
সুপ্রিম কোর্টের আগের নির্দেশে ২০১৬ সালের এসএসসি-র প্যানেল বাতিল করা হয়েছে। চাকরি হারিয়েছে শিক্ষক শিক্ষাকর্মী সহ ২৬ হাজার জন। সুপ্রিম কোর্ট নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য সময়সীমা বেঁধে দিয়েছিল। সেই মতো সেপ্টেম্বর মাসে পরীক্ষাও হয়েছে।
আদালতের পক্ষ থেকে জানানো হয়েছিল যাঁরা ‘দাগি’ নন, তাঁরা আপাতত স্কুলে যোগ দিতে পারবেন, তবে ৩১ ডিসেম্বরের মধ্যে রাজ্য সরকারকে নতুন করে পরীক্ষা নিয়ে নিয়োগ সম্পন্ন করতে হবে।
গ্রুপ সি ও ডি নিয়োগের ক্ষেত্রেও একই রকম সময়সীমা নির্ধারণের দাবি জানালেও, সেই আবেদন গ্রহণ করল না সুপ্রিম কোর্ট।

Comments :0

Login to leave a comment