ফের একবার শুটিংয়ে ব্রোঞ্জ পদক পেলো ভারত । ৫০ মিটার এয়ার রাইফেল থ্রি তে ব্রোঞ্জ জিতলেন স্বপ্নিল কুসালে। তার হাত ধরে ভারতে এলো তৃতীয় পদক।
প্রথম ইভেন্টে ' নিলিং ' ( হাঁটু মুড়ে বসে) শুটিংয়ে প্রথমে করেন ৫০.৮ স্কোর। নেমে যান সাতে। তারপরের সিরিজে স্কোর করেন ৫০. ৯ এবং শেষ সিরিজে করেন ৫১.৬ ।
'প্রোন ' ( বুকে ভর দিয়ে ) সিরিজে করেন ৫২.৭ , ৫২.২ এবং ৫১. ৯ স্কোর । ' স্ট্যান্ডিং ' সিরিজে ৫১. ১ ও ৫০.৪ স্কোরের মাধ্যমে উঠে আসেন তৃতীয় স্থানে ।
এলিমিনেশন রাউন্ড থেকে প্রথমে ১০.৪ এবং পরের দুটি রাউন্ডে ৯.৪ ও ৯.৯ স্কোরের দ্বারা চতুর্থ স্থানাধিকারীকে পিছনে ফেলে নিশ্চিত করেন ব্রোঞ্জ মেডেল। মনু ভাকের ও সর্বজ্যোৎ সিংয়ের পর তৃতীয় পদক পেলো ভারত । এইটাও এলো সেই শুটিংয়ের হাত ধরেই।
Comments :0