কয়েকটি ঘটনা ছাড়া এখনও পর্যন্ত শান্তিপূর্ণ ভাবেই চলছে টেট পরীক্ষা।
কলকাতার কয়েকটি স্কুলে পরীক্ষার্থীদের আগে পড়ে ঢোকা নিয়ে একটু সমস্যা হলেও তা মিটে গিয়েছে।
অপর দিকে বীরভূমে দুর্ঘটনার কবলে পড়েছে টেট পরীক্ষার্থীর গাড়ির।আহত টেট পরীক্ষার্থীর পরিবারের বেশ কয়েকজন। পরীক্ষার্থীর নাম শুভশ্রী দে। ওই গাড়িটিতে পরীক্ষার্থী ছাড়া তাঁর স্বামী, শাশুড়ি, তাঁর ছেলে ও ড্রাইভার ছিলেন। ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুর জাতীয় সড়কের বাঁধেরশোল মোড়ে। স্থানীয় সূত্রে খবর সাঁইথিয়া থানার মাজিগ্রাম থেকে হেতমপুর এ এক পরীক্ষার্থীর সিট পড়েছিল। তাদের ছোট চার চাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনায় বেশ কয়েকজন গুরুতর যখন হয়, আহতদের সিউড়ির সদর হাসপাতালে ভর্তি করা হচ্ছে। টেট পরীক্ষার্থী পরীক্ষা দেবে না বলে জানিয়েছে।
পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় তার জন্য জেলার একাধিক পরীক্ষা কেন্দ্রে বাউন্সার মোতায়েন করা হয়েছে। তার সাথে চলছে বায়োমেট্রিক টেস্ট।
Comments :0