TMC MP passes away

প্রয়াত বসিরহাটের তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলাম

রাজ্য জেলা

প্রয়াত হলেন বসিরহাট লোকসভা কেন্দ্রের সদ্য নির্বাচিত সাংসদ তৃণমূল কংগ্রেসের হাজি নুরুল ইসলাম। হাড়োয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। যকৃতের ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। বুধবার বেলা ১টা নাগাদ নিজস্ব বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।বয়স হয়েছিল ৬১। 
২০০৯ সালে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে ভোটে দাঁড়িয়ে প্রথমবার সাংসদ হয়েছিলেন হাজি নুরুল ইসলাম। ২০১৪ সালে জঙ্গিপুর থেকে প্রার্থী হন এবং নির্বাচনে পরাজিত হন। পরবর্তীতে ২০১৬ সালে বসিরহাট লোকসভার অধীন হাড়োয়া বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে বিধায়ক নির্বাচিত হন। ২০২১ সালেও ফের নির্বাচিত হন হাড়োয়ার বিধানসভা কেন্দ্র থেকে। সদ্য হয়ে যাওয়া ২০২৪  সালের লোকসভা নির্বাচনে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে ফের সাংসদ নির্বাচিত হন।
২০২৪-র নির্বাচনে দাঁড়ানোর পর থেকেই অসুস্থতাজনিত কারণে বেশ কয়েকবার হাসপাতালে যেতে হয়েছিল নুরুল ইসলামকে। তাঁর অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন ছিল তৃণমূল নেতৃত্ব। শেষমেশ বুধবার দুপুরে দত্তপুকুর থানার বয়রা গ্রামে নিজের বাসভবনেই দুপুর ১টা ১৫ মিনিট নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করলেন তিনি।
তৃণমূলের একটি সূত্র মারফত জানা যায়, গত ৬ মাস ধরে শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ। লোকসভা ভোটের সময়েও অসুস্থ ছিলেন । অসুস্থতার কারণে সে সময় প্রচারে বেরিয়ে বারেবারে অসুস্থ হয়ে পড়েন এবং সেভাবে প্রচারে অংশ নিতে পারেন নি। মাঝে কয়েকবার দিল্লির অ্যাপোলো হাসপাতাল এবং মুম্বইয়ের এইম্‌সে ভর্তি ছিলেন নুরুল। দীর্ঘ দিন ধরে কলকাতার অ্যাপোলোতেও চিকিৎসা চলছিল তাঁর।

Comments :0

Login to leave a comment