Goods Train Derailed

ফের শিরোনামে রাঙ্গাপানি, এবার বেলাইন মালগাড়ি

রাজ্য

ছবি রাজু ভট্টাচার্য।

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার দেড় মাসের মধ্যেই বুধবার ফের রাঙ্গাপানিতে লাইনচ্যুত হলো খনিজ তেলের মালগাড়ি। লাইনচ্যুত হয়েছে মালগাড়িটির দুটি বগি। যদিও এই দুর্ঘটনায় হতাহতের কোন খবর নেই। রাঙ্গাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ট্রেনের দুর্ঘটনার রেশ এখনও কাটেনি। সেই ট্রেন দুর্ঘটনার ভয়ঙ্কর স্মৃতি মিলিয়ে যেতে না যেতেই এদিন ফের মালগাড়ি বেলাইন হবার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই জায়গায় কয়েক সপ্তাহের ব্যবধানে পর পর দুইবার ট্রেন দুর্ঘটনায় একদিকে যেমন রেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, তেমনি রেল যাত্রায় নিরাপত্তা ও যাত্রী সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠেছে। 
রেল সূত্রের খবর, বুধবার কলকাতা থেকে রাঙ্গাপানির নুমালিগড় রিফাইনারি লিমিটেডের শেডের উদ্দেশ্যে যাচ্ছিলো মালগাড়িটি। দুপুর প্রায় ১১টা নাগাদ রাঙ্গাপানির কাছে নুমালিগড় রিফাইনারি লিমিটেডে ঢোকার আগে খনিজ তেলের মালবাহী ট্রেনটি দুর্ঘটনার মুখে পড়ে। আকাবাঁকা পথে তেল শোধনাগারে ঢোকার মুখেই মালগাড়িটির দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। চটহাট স্টেশন পার করার পরেই রাঙ্গাপানি থেকে একটি ডাউন লাইন নুমালিগড় রিফাইনারির দিকে চলে গেছে। রাঙ্গাপানি থেকে বাঁক নিয়ে রিফাইনারির দিকে যাবার সময়ই মালগাড়িটি দুর্ঘটনার মুখে পড়ে। মালগাড়িটির মাঝের দুটি কামরা লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পরেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রাঙ্গাপানি রেলগেট বন্ধ করে দেওয়া হয়। দুর্ঘটনার কারণে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়ে পড়ে। দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় নিউ জলপাইগুড়ি লোকো শেড থেকে রিকভারি ইঞ্জিন। রেলের উচ্চ পদস্থ আধিকারিকরাও। যদিও মালগাড়ি দুর্ঘটনা নিয়ে রেলকর্তাদের কেউই কিছু বলতে চাননি। লাইনচ্যুত হওয়া মালগাড়ির কামড়া দুটি ফের ট্যাকে তোলার কাজ শুরু করা হয়। 
ফের রাঙ্গাপানিতে খনিজ তেলের মালবাহী ট্রেন দুর্ঘটনা প্রসঙ্গে উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, ‘‘একটি মালগাড়ির দুটি কামড়া লাইনচ্যুত হবার খবর মিলেছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার কাজ শুরু হয়েছে। এই কাজে খুব বেশী সময় লাগবে না বলে আশা করছি। 
এদিন রাঙ্গাপানিতে মালগাড়ি বেলাইন হবার ঘটনার পর ফাঁসিদেওয়া ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজগামী রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। রাঙ্গাপানি লেভেল ক্রসিং পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। দুর্ঘটনার জেরে বেশ কয়েক ঘন্টা রেল পরিষেবা বন্ধ থাকার পর বিকেলের দিকে ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। পরে অবশ্য লেভেল ক্রসিং খুলে দেওয়া হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনাগ্রস্ত মালগাড়িটির লাইনচ্যুত দুটি বগি ট্যাকে তুলে দেবার পরে বিকেলের দিকে আপ ও ডাউন লাইনেও ট্রেন চলাচল স্বাভাবিক হয়। দীর্ঘ প্রায় সাত আট মাস আগেও এই তেল শোধনাগারে ঢোকার মুখেই মালগাড়ির লাইনচ্যুত হবার ঘটনা ঘটেছিলো। ট্যাকের কোথাও কোন ত্রুটি সমস্যা ছিলো কিনা নাকি যান্ত্রিক গোলযোগের কারণে মালগাড়িটি লাইনচ্যুত হয়েছে। সেই কারণ জানতে গোটা ঘটনা রেলের তরফে পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে। তদন্ত শুরু করেছে এনএফ রেলওয়ে। দুর্ঘটনার সময় ঘটনাস্থলে থাকা রেল কর্মী, মালগাড়ির চালক সহ অ্যাসিস্টেন্ট লোকো পাইলটকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বারবার রাঙ্গাপানি এলাকায় ট্রেন দুর্ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

Comments :0

Login to leave a comment