তিনি নোবেল পেলেন না। তাই মন খারাপ ট্রাম্পের। এদিন তিনি বলেন, প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ওবামা বিশ্বের জন্য এবং দেশের জন্য কিছু করেনি তাও সে নোবেল পুরষ্কার পেয়েছে। অন্যদিকে আটটা যুদ্ধ থামিয়ে কেন নোবেল শান্তি পুরষ্কার তিনি পাবেন না? হোয়াইট হাউসে বসে সাংবাদিকদের সামনে এমনই প্রশ্ন তুললেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন রাষ্ট্রপতি দাবি হামাস এবং ইজরায়েলের সংঘাত সহ গোটা বিশ্বে প্রায় আটটি যুদ্ধ তিনি থামিয়েছেন। কিন্তু সত্যি কি তাই? ইজরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষ করে ট্রাম্প প্রশাসনের মদতেই গাজায় হামলা চালিয়ে গিয়েছে। শেষ করে দিয়েছে একের পর এক প্রাণ, হাসপাতাল, স্কুল, বাড়ি। ধ্বংস করে দিয়েছে গোটা জনপদ, তাও মার্কিন যুক্তরাষ্ট্র কোন নিন্দা করেনি। যখন গোটা গাজা শেষের পথে তখন নিজেকে শান্তিদূত সাজিয়ে ইজরায়েলকে যুদ্ধ থামাতে বলেন ট্রাম্প। কিন্তু সেই কথাও শোনেনি নেতানিয়াহু বাহিনী। চলেছে হামলা।
ভারত পাকিস্তানের সামরিক সংঘাত থামানোর কৃতিত্বও নিজের নিয়েছে ট্রাম্প। যদিও সংসদে ভারতের প্রধানমন্ত্রী দাবি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ভারত পাকিস্তান সামরিক সংঘাতে হস্তক্ষেপ করেনি। অন্যদিকে সন্ত্রাসবাদ মদতে পাকিস্তানের যেই ভূমিকা তার কোন সমালোচনা কোন সময় করেনি মার্কিন যুক্তরাষ্ট্র।
উল্লেখ্য সাম্প্রতিক কালে যখনই সাম্রাজ্যবাদী আগ্রাসন দেখা গিয়েছে সব কটার ক্ষেত্রে মার্কিন মদত স্পষ্ট দেখা গিয়েছে। ইরান ইজরায়েল সংঘাতের সময়ও ইজরায়েলকে সমারিক ভাবে সাহায্য করেছে আমেরিকা।
এদিন মার্কিন রাষ্ট্রপতি বলেন, কোন কিছু না করেই ওমাবাকে মনোনীত করে নোবেল পুরষ্কার দেওয়া হয়।
২০০৮ সালে মার্কিন রাষ্ট্রপতি হওয়ার কয়েকমাস পরপরই ২০০৯ সালে ওবামাকে নোবেল পুষ্কার দেওয়া হয়। যা নিয়ে বিভিন্ন আলোচনাও হয়।
Trump
নোবেল না পেয়ে ‘মন খারাপ’ ট্রাম্পের

×
Comments :0