জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে সশস্ত্র হামলায় দুই সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও এক সেনা। স্থানীয় দুই বাসিন্দাও আহত বলে জানিয়েছে প্রশাসন।
পুলিশ বলেছে, অনন্তনাগের আহলান গাডোলে এলাকায় গুলি বিনিময় চলছে দুপুর থেকে। ঘটনায় জড়িত সন্ত্রাসবাদীরা। সেনার টহলদারি গাড়িতে হামলা চালায় সন্ত্রাসবাদীরা। কোকেরনাগ এলাকায় এই গাড়িকে লক্ষ্য করে গুলি চালায় সন্তাসবাদীরা। সেনার বিশেষ বাহিনী, প্যারাট্রুপারদের কাজে লাগানো হয়েছে অপারেশনে।
জম্মু ও কাশ্মীরকে কেন্দ্রীয় শাসনে রেখে সন্ত্রাসবাদ দমনের লক্ষ্য জানিয়েছিল বিজেপি সরকার। কিন্তু একের পর এক হামলা হয়েই চলেছে। রাজ্যে ভোট ঘোষণা হতে পারে। তার আগেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। সেনা, পুলিশের পাশাপাশি বহু সাধারণ মানুষ মারা গিয়েছে হামলায়।
কেবল এক বছরের মধ্যেই কোকেরনাগে এই দু’বার বড় ধরনের হামলা হলো। ২০২৩’র সেপটেম্বরে হামলায় নিহত হন সেনার এক কমান্ডিং অফিসার, এক মেজর এবং পুলিশের এক ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট পদমর্যাদার আধিকারিক।
সেনার চিনার কর্পসের পোস্টে জানানো হয়েছে, এদিন আহত দুই বাসিন্দার চিকিৎসা চলছে। সেই সঙ্গে চলছে সেনা অভিযানও।
KASHMIR JAWANS KILLED
ফের ২ সেনা নিহত কাশ্মীরে, চলছে সেনা অভিযান
×
Comments :0