Uttar Pradesh

উত্তরপ্রদেশে কঠোর হতে চলেছে লাভ জিহাদ আইন

জাতীয়

উত্তরপ্রদেশ বিধানসভায় বেআইনি ধর্মান্তর (সংশোধন) বিল ২০২৪ আনা হয়েছে যোগী আদিত্যনাথ সরকারের পক্ষ থেকে। আর সেখানেই লাভ জিহাদকে কেন্দ্র করে একাধিক কঠোর শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। প্রস্তাবিত আইনে বলা হয়েছে লাভ জিহাদ মামলায় যাবজ্জীবন কারাদন্ড হতে পারে একজন ব্যাক্তি। বিজেপি এই বিলকে স্বাগত জানালেও বিরোধীতা করা হয়েছে সমাজবাদী পার্টির পক্ষ থেকে। 
উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য দাবি করেছেন এই প্রস্তাবিত আইন ধর্মান্তর আটকাতে সক্ষম হবে। উল্লেখ্য উত্তরপ্রদেশের ধর্মান্তকরনকে কেন্দ্র করে সংখ্যালঘু সম্প্রদায়কে বার বার নিশানা করা হয়েছে। লাভ জিহাদের নাম করে বজরঙ দলের মতো উগ্রহিন্দুত্ববাদী সংগঠন গুলোর বিরুদ্ধে পিটিয়ে মারার মতো অভিযোগ আছে।
সমাজবাদী পার্টির নেতা ফারুল হাসান চন্দ সরকারের এই পদক্ষেপের বিরোধীতা করে বলেছেন, ‘‘রাজ্যের একটি লাভ জিহাদ আইন আছে। কেউ যদি কাউকে ভালোবাসার নাম করে ধর্মান্তর করায় তার জন্য আইন আছে। বিজেপি যেই নতুন আইন আনতে চাইছে তা সম্পূর্ন ভাবে সাম্প্রদায়িক এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রনদিত। বেকারত্ব, প্রশ্ন ফাঁস নিয়ে কোন কথা নেই এদের মুখে।’’
বিজেপি নেতা মহসিন রাজাও প্রস্তাবিত আইনে 'ষড়যন্ত্রের গন্ধ' পাওয়ার জন্য বিরোধী দলগুলিকে আক্রমণ করেছেন।

‘‘এই ধরনের অভ্যাস বন্ধ করার জন্য একটি কঠোর নিয়ন্ত্রণ প্রয়োজন। বিজেপি ‘সবকা সাথ, সবকা বিকাশ'-এ বিশ্বাস করে।’ এটা দুর্ভাগ্যজনক যে বিরোধীরা এটিকে সাম্প্রদায়িক এবং বৈষম্যমূলক বলে মনে করে এই আইনের বিরোধিতা করছে।’’ বলে দাবি মহসিন রাজার। 
রাজ্যে লাভ জিহাদের যেই আইন আছে তাতে বলা রয়েছে, বিবাহের জন্য ধর্মান্তকরন যদি করা হয় তবে তা অবৈধ। কোন ব্যাক্তি যদি নিজের ধর্মীয় পরিচব গোপন করে বিবাহ করেন তবে তার সর্বচ্চ দশ বছরের জেল।

'সংশোধিত' আইন কার্যকর হলে দোষীদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। সূত্রের খবর সংশোধনীটি ২ আগস্ট ধ্বনি ভোটের মাধ্যমে বিধানসভায় পাশ করাতে পারে বিজেপি।
লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে ধাক্কা খেয়েছে বিজেপি। রাম মন্দির করেও অযোধ্যায় হারতে হয়েছে তাদের। রাজ্যের একাধিক বিষয় চাপে আছে যোগী সরকার। এই পরিস্থিতিতে বিধানসভার কথা মাতায় রেখে ফের নতুন করে সাম্প্রদায়িক উস্কানি দিতে চাইছে তারা।

Comments :0

Login to leave a comment