পরিবেশ আন্দোলনের কর্মী সোনাম ওয়াংচুকের জামিনের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তাঁর স্ত্রী গীতাঞ্জলী জে আঙ্গমো। বর্তমানে রাজস্থানের জেলে বন্দি রয়েছেন সোনাম। এক্সহ্যান্ডেলে সোনামের স্ত্রী জানিয়েছেন সুপ্রিম কোর্টে তার আবেদনের কথা। তিনি জানিয়েছেন এক সপ্তাহ হয়ে গেলেও ঠিক কী কারণে সোমানকে গ্রেপ্তার করা হয়েছে তা জানানো হয়নি। বর্তমানে জেলে তাঁর শারিরীক অবস্থা সম্পর্কেও পরিবাকে কিছু জানানো হয়নি বলে জানা গিয়েছে।
লাদাখকে রাজ্যর স্বীকৃতি এবং সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতায় আনার দাবিতে আন্দোলনের সামনের সারির নেতা সোনম ওয়াংচুক। লাদাখের লেহতে বিক্ষোভ ঘিরে অশান্তির দায় ওয়াংচুকের ওপর চাপিয়ে তাঁকে রাজস্থানের যোধপুর জেলে বন্দি করেছে কেন্দ্র।
সিপিআই(এম) জানিয়েছে মঙ্গলবার যোধপুর জেলে ওয়াংচুকের সঙ্গে দেখা করতে যান রাজস্থানের সিকরের সংসদ অমরা রাম। রাস্তায় রাজ্যের বিজেপি সরকারের পুলিশ আটকে দেয় তাঁকে। সঙ্গে ছিলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক কিসান পারেখ।
পুলিশের এই আচরণের করা নিন্দা করেছে সিপিআই(এম)।
ওয়াংচুকের বিরূদ্ধে পাকিস্তান যোগের অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করেন লাদাখের পুলিশের ডিজি। তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে কঠোর জাতীয় সুরক্ষা আইনে। এই পদক্ষেপের নিন্দা করেছেন লাদাখের বহু অংশের মানুষ।
মঙ্গলবার ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আনমো বলেছেন, অসত্য অভিযোগ আনা হচ্ছে লাদাখের মানুষের ন্যায্য দাবি এড়াতে।
উল্লেখ্য, সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতায় রয়েছে উত্তর পূর্বের আদিবাসী প্রধান বিভিন্ন এলাকা। এই অংশে নির্বাচিত পরিষদ স্থানীয় প্রয়োজন অনুযায়ী অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারে।
জম্মু ও কাশ্মীরে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল করে কেন্দ্রের বিজেপি সরকার। তার একটি লাদাখ। কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ থেকেই চলছে আন্দোলন।
লাদাখের রাজধানী লেহতে সাতদিন কারফিউ রয়েছে।
গীতাঞ্জলি বলেন , গত ২৪ সেপ্টেম্বরের ঘটনা দুঃখজনক। কিন্তু ওয়াংচুক হিংসা ছড়াননি। তিনি শান্তিপূর্ণ অনশনে নেতৃত্ব দিচ্ছিলেন। কেন্দ্রীয় বাহিনী কেন গুলি চালালো সে প্রশ্নের উত্তর জরুরি।
Sonam Wangchuk
ওয়াংচুকের জামিনের দাবিতে সুপ্রিম কোর্টে তাঁর স্ত্রী

×
Comments :0