NCRB

দেশে অ্যাসিড হামলার নিরিখে শীর্ষে পশ্চিমবঙ্গ

জাতীয় রাজ্য

অ্যাসিড হামলার ঘটনায় গোটা দেশের মধ্যে শীর্ষে পশ্চিমবঙ্গ। সম্প্রতি প্রকাশিত জাতীয় অপরাধ পরিসংখ্যান ব্যুরোর (NCRB) ক্রাইম ইন ইন্ডিয়া ২০২৩ (Crime in India 2023) তথ্য অনুযায়ী ওই বছর ভারতে মোট ২০৭টি অ্যাসিড হামলার ঘটনা ঘটেছে। তার মধ্যে পশ্চিমবঙ্গে ঘটেছে ৫৭টি অ্যাসিড হামলার ঘটনা। উল্লেখ্য পরিসংখ্যান অনুযায়ী ২০২১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত গোটা দেশেই অ্যাসিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
২০২২ সালে দেশে ২০২ এবং ২০২১ সালে ১৭৬টি অ্যাসিড হামলার ঘটনা ঘটে। অ্যাসিড হামলায় ঘটনায় পশ্চিমবঙ্গের পরেই রয়েছে উত্তরপ্রদেশ (৩১), গুজরাত (১৫), রাজস্থান ও ওড়িশা (১১), হরিয়ানা। দিল্লিতে ৭টি অ্যাসিড হামলা ঘটনা ঘটেছে। এনসিআরবি-র তথ্য অনুযায়ী অ্যাসিড হামলার ঘটনায় ২৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যার মধ্যে ২৪৬ জন পুরুষ ও ২১ জন মহিলা ও পাঁচজন নাবালক রয়েছে।
এনসিআরবি তথ্য অনুযায়ী ২০২৩ সালে সর্বমোট ৪.৫ লক্ষ নারীদের বিরুদ্ধে অপরাধমূলক ঘটনা ঘটেছে। নারীঘটিত অপরাধের শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ (৬৬,৩৮১), মহারাষ্ট্র (৪৭,১০১), রাজস্থান (৪৫,৪৫০), পশ্চিমবঙ্গ (৩৪,৬৯১) ও মধ্যপ্রদেশ (৩২,৩৪২)। আদালতে নারী নির্যাতনের বকেয়া মামলার পরিমাণ ২৩,০৩,৬৫৭টি।

Comments :0

Login to leave a comment