প্রতিরক্ষার ও খনি শিল্পে পরিষেবা ও যন্ত্রাংশ সরবরাহের অন্যতম রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান ভারত আর্থস মুভার্স লিমিটেড (বিইএমএল) মালিকানা সহ বিক্রির লক্ষ্যে দ্রুত নিলাম করতে চলেছে কেন্দ্র। বর্তমানে বিইএমএলের ৫৪.০৩ শেয়ার রয়েছে কেন্দ্রের অধীনে। তার ২৬ শতাংশ শেয়ার মালিকানা সহ বিক্রির পরিকল্পনা নেওয়া হয়েছে। বিইএমএল বিক্রিতে ১হাজার ৫০০ কোটি টাকা সংগ্রহ করা যাবে বলে অনুমান করা হয়েছে। প্রসঙ্গত মোদী সরকার ক্ষমতায় আসার পর মালিকানা সহ লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রির উদ্যোগ নেয়। তার তালিকা তৈরি হয়েছে। ২০১৬ সালে মোদী মন্ত্রীসভা বিইএমএল মালিকানা সহ বিক্রির সিদ্ধান্ত নেয়। কেন্দ্র সূত্রে জানা গেছে, বিইএমএলের মুনাফা ২০২২ সালের ডিসেম্বর ত্রৈমাসিকে ১৫.৫ শতাংশ হারে কমে হয়েছে ৬৬.৩ কোটি টাকা। যা ২০২১ সালে ডিসেম্বর ত্রৈমাসিকে ছিল ৭৮.৩১ কোটি টাকা।
এদিকে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিইএমএলের ঢালাও বিক্রির বিরোধিতা করেছে কংগ্রেস। দলের মুখপাত্র জয়রাম রমেশ বলেন, দেশের প্রতিরক্ষা, খনি, রেল, মেট্রো, রেলের যন্ত্রাংশ নির্মাণ ও পরিষেবা সরবরাহ করে থাকে বিইএমএল। মোদী সরকার সেই সংস্থার ২৬ শতাংশ শেয়ার আগেই বিক্রি করে দিয়েছে। এবারে মালিকানা সহ ফের ২৬ শতাংশ শেয়ার বিক্রির পরিকল্পনা নিয়েছে। তিনি বলেন, এই সংস্থার বেঙ্গালুরুতে প্রচুর জমি রয়েছে। সেই জমি বিক্রি করে দিতেই বিইএমএল বিক্রি করার পরিকল্পনা নিয়েছে মোদী সরকার। এভাবে দেশের প্রতিরক্ষা শিল্পকে পাকাপাকি বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে বলে জানান রমেশ।
Comments :0