কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’-তে রাজ্যের কর্মসূচিতে যোগ দেওয়ার বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে সিপিআই(এম)। শনিবার সংবাদমাধ্যমের প্রশ্নে এই অবস্থান জানিয়েছেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী।
ত্রিপুরা প্রসঙ্গে চক্রবর্তী বলেছেন, ‘‘ধর্মনিরপেক্ষ দলগুলি লড়াই করছে ত্রিপুরাকে বাঁচাতে। সারা দেশে সম্মানের, মর্যাদার রাজ্য ত্রিপুরা। সেই রাজ্যের সর্বনাশ করেছে বিজেপি।’’
‘ভারত জোড়ো’ প্রসঙ্গে বলেছেন, ‘‘কর্মসূচি প্রায় শেষের দিকে। দেরিতে জানালে সিদ্ধান্ত নিতে অসুবিধা হয়। তবে আলোচনা করেই সিদ্ধান্ত জানানো হবে।’’
কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে দেশের বিভিন্ন রাজ্যে চলছে পদযাত্রা। বিভিন্ন অংশের সঙ্গে কথাও বলছেন রাহুল। পশ্চিমবঙ্গে কংগ্রেসের প্রদেশ সভাপতি অধীর চৌধুরীর নেতৃত্বে মূল যাত্রার সংহতিতে চলছে কর্মসূচি। দেশের অন্যান্য রাজ্যের মতে পশ্চিমবঙ্গেও বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে কংগ্রেস।
ত্রিপুরা প্রসঙ্গে চক্রবর্তী মনে করিয়েছেন পূর্বতন বামফ্রন্ট সরকারের সাফল্যকে। তিনি বলেছেন, ‘‘মানিক সরকার ছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর সময়ে রাজ্য কিভাবে পরিচালিত হয়েছে দেখেছেন সবাই। সেই রাজ্যের সর্বনাশ করেছে বিজেপি। রাজ্যকে বাঁচানোর লড়াই লড়তে চাইছে ধর্মনিরপেক্ষ দলগুলি।’’
১১ জানুয়ারি আগরতলায় সাংবাদিক সম্মেলন করেন সিপিআই(এম)’র ত্রিপুরা রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এবং সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তাঁরা জানান রাজ্যকে রক্ষায় বিজেপি’কে পরাস্ত করাই লক্ষ্য। তার জন্য বিজেপি’র বিরুদ্ধে সম্ভাব্য সর্বোচ্চ ভোট একত্রিত করার চেষ্টা হবে। বামফ্রন্টের বাইরের অ-বিজেপি দলগুলির সঙ্গে আসন সমঝোতার চেষ্টা করবে সিপিআই(এম)। বামফ্রন্টের বাইরে যদিও জোট হবে না।
Comments :0