Delhi University

আজ দিল্লি বিশ্ববিদ্যালয়ে দেখানো হবে ‘মোদী কোয়েশ্চেন’

জাতীয়

বিবিসির ডকুমেন্টারি বিতর্কের আঁচ এবার পৌঁছালো দিল্লি বিশ্ববিদ্যালয়েও। ভারতের ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন (NSUI), কংগ্রেসের ছাত্র শাখা, ভীম আর্মি স্টুডেন্ট ফেডারেশন এবং আরও কয়েকটি বামপন্থী ছাত্র সংগঠন তথ্যচিত্রটি স্ক্রিনিংয়ের আহ্বান জানিয়েছে ক্যাম্পাসে শুক্রবার সন্ধ্যায়। যদিও প্রশাসন জানিয়েছে যে তারা ছাত্র সংগঠনগুলির ডাকা এ জাতীয় যে কোনও স্ক্রিনিং এবং প্রতিবাদ বন্ধ করার জন্য আগাম ব্যবস্থা নিয়েছে।তথ্য ও সম্প্রচার মন্ত্রক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটার এবং ইউটিউবকে বিবিসি ডকুমেন্টারির লিঙ্কগুলি ব্লক করার নির্দেশ দিয়েছে।

বিদেশ মন্ত্রক ডকুমেন্টারিটিকে "প্রপাগান্ডা" হিসাবে খারিজ করেছে যা বস্তুনিষ্ঠতার অভাব এবং ঔপনিবেশিক মানসিকতার প্রতিফলন করে। অন্যদিকে, বিরোধী দলগুলি ডকুমেন্টারিতে অ্যাক্সেস ব্লক করার সরকারের পদক্ষেপের নিন্দা করেছে।
সরকারী নির্দেশ অমান্য করে, ছাত্র সংগঠন এবং বিরোধী দলগুলির যুব শাখাগুলি বিভিন্ন রাজ্যের কলেজ ক্যাম্পাসে ডকুমেন্টারিটির স্ক্রিনিং করে তাদের প্রতিবাদ জানাচ্ছে।

Comments :0

Login to leave a comment