স্পেনে দু’টি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে আহত ১৫৫ জন যাত্রী। স্থানীয় সময় বুধবার সকাল ৮ টা নাগাদ দুটি ট্রেনের সংঘর্ষ ঘটে ক্যাটালোনিয়া অঞ্চলে। সরকারিভাবে জানান হয়েছে, বার্সেলোনা শহরের কাছে মন্টকাডা আই রেক্স্যাকে সকালের ব্যস্ত সময়ে একটি ট্রেনকে পেছন থেকে অন্য একটি ট্রেন ধাক্কা দেয়।
সেই সময় ওই দুটি ট্রেনে ৮০০ বেশি যাত্রী ছিলেন। অবশ্য রেল দুর্ঘটনায় কোন আরোহীর গুরুতরভাবে আহত হওয়ার খবর নেই। রেলের এক শীর্ষ আধিকারিক সাংবাদিকদের জানান, আহত ৩৯ জন যাত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদের দুর্ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। ট্রেন দুটিতে কোনও যাত্রী আটকে নেই বলে দমকল কর্মীরা জানান। স্পেনের পরিবহণ মন্ত্রী রাকেল স্যাঞ্চেজ রেল দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।
Comments :0