শনিবার থেকে রাজস্থান জুড়ে ভারী বৃষ্টিতে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে জয়পুরের কানোটা বাঁধের জলে পাঁচ যুবক ভেসে গেছে, সোমবার, ১২ আগস্ট কর্মকর্তারা জানিয়েছেন।
একটি তল্লাশি অভিযান চালানো হয়েছিল কিন্তু রবিবার গভীর রাত পর্যন্ত কোন লাভ হয়নি, কর্মকর্তারা জানিয়েছেন।
রবিবার জয়পুর, কারাউলি, সাওয়াই মাধোপুর এবং দৌসার প্রবল বৃষ্টিতে রাস্তায় জলময় হয়ে গেছে। জেলা প্রশাসন সোমবার জয়পুর, জয়পুর গ্রামীণ, দৌসা, করৌলি, সওয়াই মাধোপুর, গঙ্গাপুর এবং ভরতপুরে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
আবহাওয়া দপ্তর রবিবার আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। এছাড়াও, ভরতপুর জেলার শ্রীনগর গ্রামের কাছে বনগঙ্গা নদীতে ডুবে সাত ছেলের মৃত্যু হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
জয়পুর গ্রামীণ ফাগিতে মাশি নদীর বাঁধে তাদের মোটরসাইকেলসহ সীতারাম (২১) ও দেশরাজ নামে দুই যুবকের মৃত্যু হয়েছে।
Comments :0