Guptipara Panchayat

পঞ্চায়েত আটকে পড়ার কথা ফোনে জানাল সারমেয়

জেলা

Guptipara Panchayat


অবিশ্বাস্য কাণ্ড ঘটে গেল হুগলির গুপ্তিপাড়ায়। কোন কারণে পঞ্চায়েত অফিসে আটকে পরেছিল একটি সারমেয়। বিদায়ী উপ প্রধান বিশ্বজিৎ নাগকে ফোন করে ফেলল। ভৌ ভৌ কেরে তাকে উদ্ধার করার কথা জানালো। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে  হুগলির গুপ্তিপাড়া ১ নং গ্রাম পঞ্চায়েতে। 
জানা গেছে, শনিবার রাতে পঞ্চায়েতের ল্যান্ড লাইন নম্বর থেকে বিদায়ী উপ প্রধান বিশ্বজিৎ নাগের কাছে একটি ফোন আসে। বন্ধ পঞ্চায়েত থেকে ফোন আসায় অবাকই হন তিনি। তবুও ফোনটি ধরে হ্যালো বললেও কোনো সারা পাওয়া যায়নি প্রথমে। কিছুক্ষণ পর হঠাৎ সারমেয়র ভৌ ভৌ কান্নার আওয়াজ পান তিনি। প্রথমে এক নাগারে ভৌ ভৌ স্বরে সারমেওটি কান্নাকাটি করতে থাকে। প্রথমে বুঝতে একটু অসুবিধা হয়। বিষয়টি জানতে উপ প্রধান ওই রাতে লোকজন নিয়ে  পঞ্চায়েতে অফিসে ছুটে যান। পঞ্চায়েতের তালা খুলতেই সারমেয়টি বেরিয়ে চলে যায়।


উপ প্রধান বলেন, তার মোবাইলের সঙ্গে ফোনটি হটলাইন করা আছে। কেউ হাত দিলেই মেসেজ চলে আসে। সারমেয়টি কোনো ভাবে ফোনটি ধরে আটকে পরার কথা জানায়। আমরা গিয়ে তাকে উদ্ধার করি।


 

Comments :0

Login to leave a comment