Cooch Behar

নয়ানজুলিতে গাড়ি পড়ে কোচবিহারে মৃত ৪

রাজ্য জেলা

কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে দুর্ঘটনাগ্রস্তদের মৃতদেহ। ছবি অমিত কুমার দেব।

অমিত কুমার দেব- কোচবিহার 

বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়লো গাড়ি।  কোচবিহারে মৃত ৪ জন, আহত এক মহিলা। মঙ্গলবার ভোর ৩টে নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে কোচবিহার ১নং ব্লকের চিলকিরহাট সংলগ্ন এলাকায়। 
জানা গেছে কোচবিহার ১নং ব্লকের চান্দামারি এলাকায় এক আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করে একটি ছোট চার চাকার গাড়িতে চেপে এই ব্লকেরই দেওয়ানহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এক পরিবারের ৫ জন। এই সময় প্রবল বৃষ্টি থাকায় এই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে এলাকায় রাস্তার পাশের একটি নয়ানজুলিতে পড়ে যায়। বৃষ্টির জলে পরিপূর্ণ ছিল এই নয়ানজুলিটি। আর তাই গাড়িটি জলের নিচে চলে যেতে থাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২৩ বছর বয়সী পার্থ দাস, ২৫ বছরের সঞ্জয় দাস, অমিত দাস(২৪) এবং ২৫ বছর বয়সী ধনঞ্জয় বর্মনের। প্রাণে বেঁচে যান এই গাড়িতে থাকা মৌমিতা বর্মন।
গাড়ির পেছনের কাঁচ ভেঙে কোনক্রমে নিজের প্রাণ বাঁচান মৌমিতা। এরপরই তিনি ফোন করে বাড়িতে জানান গোটা বিষয়টি। পরবর্তীতে খবর যায় পুলিশের কাছে। এরপর দমকল বাহিনীকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। উদ্ধার করা হয় নয়ানজুলিতে পড়ে যাওয়া গাড়িটিকে। কিন্তু গাড়ির ভেতরে থাকা ৪ জনকে বাঁচানো সম্ভব হয়নি। মৃত এই ৪ জনকে পাঠানো হয় কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানেই ময়নাতদন্ত হয় বলে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Comments :0

Login to leave a comment