বৃহস্পতিবার সন্ধ্যার পর দক্ষিণ বঙ্গের বেশ কিছু জেলায় ঝড়বৃষ্টি হয়। কোথাও আবার কালবৈশাখির পরিস্থিতির সৃষ্টি হয়। তারমধ্যেই বজ্রাপাতে মৃত্যু হল তিন ব্যক্তির। প্রবল বৃষ্টিতে বাজ পড়ে এখনও প্রর্যন্ত রাজ্যে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হয়তো রাত হলে সেই সংখ্যাটা বাড়তেও পারে। একজন মালদহের বাসিন্দা। একজন খরগপুরের। আরেকজন হরিহরপাড়া থানা এলাকার দরপাড়া গোবর গাড়া মাঠ এলাকায়। আহত হয়েছেন আরও দুইদুজন। মৃতের নাাম শ্যামল মাল(৭০)। হরিহরপাড়ার দরপাড়া এলাকার বাসিন্দা।পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর গ্রামীণের কৃষ্ণনগর এলাকায় এক যুবকের মৃত্যু হয়েছে। মৃতের নাম চন্দন ঘাটা(৩৪)। পিংলার আগরআড়া গ্রামের বাসিন্দা। তিনি ইটভাটায় ম্যানেজারের কাজ করতেন। ঝড়-বৃষ্টির সময় তিনি ইটভাটার পাশেই একটি গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন। সেই সময় বজ্রপাত হয়।
সেখানে বাজ পড়ে অসুস্থ হয়ে পড়েন। ইটভাটার কর্মীরা তাঁকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
ঝড়ে গাছ পড়ে মেদিনীপুর রাজ্যসড়কের উপর। তীব্র যানজটের সৃষ্টি হয়। সার দিয়ে দাঁড়িয়ে পড়ে যাত্রীবাহী বাস থেকে বিভিন্ন যানবাহন। স্থানীয়রা হাত লাগিয়ে গাছ কেটে রাস্তা পরিষ্কার করে। স্বাভাবিক হয় যানচলাচল। এদিন বিকাল থেকে সন্ধ্যায় কালবৈশাখী ঝড়, শিলা বৃষ্টিতে জেলার চন্দ্রকোনা ও দাসপুর লন্ডভন্ড। রামজীবনপুর এর গাজীপুরে যাত্রীবাহি বাসের উপর পড়ে তালগাছ। একাধিক মৌজায় বিদ্যুতের লাইন, খুঁটি, গাছ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। ঘরবাড়িও ভেঙেছে। চাষের জমি পাকা ধান, তিল বাদাম মুখ সহ সবজি চাষের জমি লন্ডভন্ড হয়ে গেছে।
বৃষ্টি হয়েছে বর্ধমানে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া। হাওড়ায় দেখা গেছে ঝড়ের দাপট। হঠাৎ বৃষ্টিতে সমস্যায় পড়েন অফিস ফেরত নিত্যযাত্রীরা।
ইংলিশবাজারের মহদীপুর গ্রাম পঞ্চায়েতের একে গোপালন কলোনি এলাকায় বজ্রপাতে এক শ্রমিকের মৃত্য়ু হয়েছে। মৃতের নাম কৃষ্ণ দাস(৩০)। তিনি গাড়ি বোঝাইয়ের কাজ করছিলেন। সেই সময় ঝড় বৃষ্টি শুরু হয়, বাজ পড়ে। একটি ট্রাকের নীচে আশ্রয় নিয়েছিলেন তিনি। সেই সময় বাজ পড়ে মৃত্যু হয় তার।
কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝড় বৃষ্টির পূর্বাভাস ছিল আলিপুর আবহাওয়া দপ্তরের। পূর্বাভাস অনুযায়ী বৃষ্টিতে ভিজল রাজ্যের একাধিক জেলা। সঙ্গে ছিল ৫০ থেকে ৬০ কিলো মিটার গতিবেগে ঝোড়ো বাতাস। একাধিক জায়গায় বজ্রাপাতে প্রাণ হারালেন তিনজন। বাজ পড়ে মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের হরিহরপাড়া এলাকার গোবরগাড়া মাঠ এলাকার এক ব্যাক্তি শ্যামল মালের। স্থানীয় সূত্রে জানা গেছে ঝড় বৃষ্টির আগে খোলা আকাশের নীচে বসেছিলেন তিনজন। হঠাৎ বাজ পড়ে ঘটনা লেই মৃত্যু হয় শ্যামলের। দুজন গুরুতর আহত হন। তাদের স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসা চলছে দুজনের।
LIGHTNING STRIKE DEATH
বজ্রপাতে রাজ্যে মৃত চার

×
Comments :0