Bison Attack

ফের বাইসনের তান্ডব মাথাভাঙ্গায়, জখম ৪

জেলা

ফাইল ছবি

ফের বাইসনের তান্ডব মাথাভাঙার লোকালয়ে। বাইসনের আঘাতে গুরুতর জখম তিন মহিলা সহ মোট ৪ জন। প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক। জখম ৩ মহিলার চিকিৎসা চলছে মাথাভাঙা মহকুমা হাসপাতালে। জখম গৌতম বিশ্বাসকে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
শনিবার সকালে প্রথম বাইসনটির দেখা পাওয়া যায় পঞ্চানন মোড় এলাকায়। খবর যায় পুলিশ ও বন দপ্তরে। বন দপ্তরের কর্মীরা বাইসনটিকে ঘুমপাড়ানি গুলি দিয়ে নিজেদের কব্জায় নেবার আগেই পঞ্চানন মোড় থেকে কাউয়ারডারা, বাইশগুড়ি এলাকার অর্চনা সূত্রধর, মল্লিকা বিশ্বাস, উষারাণী ভদ্র ও গৌতম বিশ্বাস নামে ৪ জনকে গুরুতর জখম করে। বিকেল ৫ টা নাগাদ বন দপ্তরের কর্মীরা বাইসনটিকে ঘুমপাড়ানি গুলি দিয়ে অচেতন করে জঙ্গলে নিয়ে গেছে।
উল্লেখ্য; শুক্রবারই পারাডুবিতে বাইসন আতঙ্ক দেখা দেয়। অনেকেই বাইসন দেখেছে বলে বন দপ্তরকে জানালেও সেদিন ওই এলাকায় বন দপ্তরের কর্মীরা বাইসনটিকে খুঁজে না পেয়ে ফিরে যায়। সম্ভবত বাইসন লোকালয় থেকে মানসাই নদীর চরে লুকিয়েছিল। শনিবার ভোরের আলো ফুটতেই বাইসন ফের লোকালয়ে চলে আসে। শেষ অব্দি বাইসন জালবন্দী হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এলাকাবাসী।

Comments :0

Login to leave a comment