একসাথে ৪৩ জন চিকিৎসককের বদলি নির্দেশ দিল রাজ্য স্বাস্থ্য দপ্তর। গোটা রাজ্য জুড়ে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যখন একাধিক প্রশ্ন উঠছে। আরজি কর হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে উত্তাল গোটা রাজ্য সেই সময় হঠাৎ করে চিকিৎসকদের বদলি প্রশ্ন কেন উঠছে বিভিন্ন জায়গায়।
রাজ্য সরকারের বদলি নীতিতে যদিও বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে। আরজি কর কান্ডের পর দেখা গিয়েছে ডাক্তারি পড়ুয়া, জুনিয়র ডাক্তার থেকে সব স্তরের চিকিৎসকরা প্রতিবাদে নেমেছেন। নানা চেষ্টাতেও সেই প্রতিবাদ ভাঙা যায়নি। হাসপাতালে হাসপাতালে সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় বিশেষ করে আরজি কর হাসপাতালে বেনিয়মের তথ্য ফাঁস করে সরব চিকিৎসকরাই।
আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে দুবার বদলি করেও স্বাস্থ্য ভবন কেন ফের সেই হাসপাতালেই ফিরিয়ে এনেছিল সেই প্রশ্নও তুলেছেন চিকিৎসকরা।
Comments :0