বিহারে রোহতাস জেলার সোন নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল ৭ শিশু। বয়ে যাওয়া সোন নদীতে স্নান করতে নেমে ছিল ৭ শিশু। এখনও পর্যন্ত ৫ মৃত শিশুকে জল থেকে বের করা হয়েছে। বাকি দুই শিশুকে গ্রামবাসীদের সহায়তায় খোঁজা হচ্ছে। গোটা গ্রামে শোকের আবহ তৈরি হয়েছে।
হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে রোহতাসের তুম্বা গ্রামে। এখন পর্যন্ত গ্রামবাসীদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, তুংবা গ্রামের বাসিন্দা কৃষ্ণ গন্ডের চার সন্তান ও তাঁর বোনের এক মেয়ে সহ সাত শিশু স্নান করতে সোন নদীতে গিয়েছিল। তাদের মধ্যে তিন মেয়ে ও চার ছেলে রয়েছে। বয়স আনুমানিক আট থেকে ১২ বছরের মধ্যে। একই পরিবারের সদস্য। স্থানীয় সূত্রে জানা গেছে সাত শিশুর সবাই সোন নদীতে স্নান করছিল। সেই সময় হঠাৎ একটি শিশু ডুবে যায়। তাকে বাঁচাতে বাকি শিশুরা সবাই জলের গভীর চলে যায়। খবর পেয়ে পুলিশ এসে ডুবুরির সাহায্যে পাঁজ জনের দেহ উদ্ধার হয়েছে। বাকি দুজনের খোঁজে বর্তমানে গ্রামের মানুষের সহায়তায় তল্লাশি চলছে। ঘটনাস্থলে এনডিআরএফ ও এসডিআরএফ’র কর্মীরা এসে নিখোঁজ ২ শিশুর খোঁজে তল্লাশি শুরু করেছে। পুলিশ দেহগুলি উদ্ধার করে সাসারাম সর্দার হাসপাতালে পাঠিয়েছে ময়নতদন্তের জন্য। এই মর্মান্তিক ঘটনার জেরে গোটা গ্রামে শোকের আবহ তৈরি হয়েছে।
5 Children Drown
বিহারের সোন নদীতে তলিয়ে মৃত ৫ শিশু, নিখোঁজ দুই
×
Comments :0