DEATH

মাটি চাপা পরে মৃত এক শ্রমিক

জেলা

কালনা হাসপাতালের সুজিত সরকারকে মৃত বলে ঘোষণা করার পর তাঁর সঙ্গীদের কান্নায় ভেঙ্গে পড়েন।

কুয়ো কাটার সময় মাটির ধ্বস নেমে মৃত্যু হয় এক শ্রমিকের। শনিবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনায়। মৃত সুজিত সরকারের (৩২) বাড়ি হুগলি জেলার বলাগড় থানার গুপ্তিপাড়ার বাবুইডাঙ্গায়। জানা গেছে এদিন সকাল থেকেই কয়েকজন শ্রমিক মিলে একটি নতুন কুয়ো কাটছিলেন। অন্যান্য শ্রমিকরা উপরে থাকলেও সুজিত সরকার কুয়োর মধ্যে কাজ করছিলেন। হঠাৎ মাটির ধসে সে চাপা পড়ে যায়। অন্যান্য শ্রমিকরা মাটি সরিয়ে তাঁকে উদ্ধার করে কালনা হাসপাতালে নিয়ে আসেন। ডাক্তারবাবু পরীক্ষা করার পর তাকে মৃত বলে ঘোষণা করেন। রবিবার মৃতদেহ ময়নাতদন্ত করার জন্য বর্ধমান মেডিকেল কলেজে পাঠানো হবে বলে জানা গেছে।

 

Comments :0

Login to leave a comment