খেতমজুর বাঁচলে, বাঁচবে গ্রাম। গ্রাম বাঁচলে, বাঁচবে বাংলা। লাল ঝান্ডা কাঁধে বাংলা বাঁচানোর শপথ নিয়ে বিশাল মিছিলে শুরু হল খেতমজুর ইউনিয়নের মুর্শিদাবাদ জেলা সম্মেলন। শনিবার খড়গ্রামের নগরে সারাভারত খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের মুর্শিদাবাদ জেলা সম্মেলনের প্রকাশ্য সমাবেশ হয়।
নগর কোরানিয়া হাই মাদ্রাসা থেকে নগর বড় মসজিদের মোড় অবধি মিছিল হয়। মিছিল শেষে হয় সমাবেশ। বিশাল মিছিল থেকে আওয়াজ ওঠে, খেতমজুর বাঁচাও। গ্রামের শ্রমজীবি মানুষ বাঁচাও। বাংলা বাঁচাও। এদিন নগরে সমাবেশে বক্তব্য রাখেন খেতমজুর ইউনিয়নের নেতা জামিল ফিরদৌস, সংগঠনের জেলা সম্পাদক জামাল হোসেন, ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা, সিপিআই(এম) জেলা সম্পাদক জামির মোল্লা, সিপিআই(এম) নেতা ভরত ঘোষ। সভা পরিচালনা করেন দিব্যশঙ্কর শুল্ক। জামিল ফিরদৌস বলেন, "গ্রামে একশো দিনের কাজে দুর্নীতি করেছে তৃণমূল। আর সাধারণ মানুষের উপর শাস্তির বোঝা নামিয়ে এনেছে বিজেপির সরকার। যারা একশো দিনের কাজের টাকা লুট করলো তাঁদের কারও শাস্তি হল না। সাধারণ মানুষ কাজের অধিকার থেকে বঞ্চিত হলেন। তৃণমূলের নেতারা চুরির টাকায় বড় গাড়ি নিয়ে ঘুরে বেরাচ্ছে।"
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, "তৃণমূলের সময়ে রাজ্যে কোনও স্কুল কলেজ তৈরি হচ্ছে না। চালু স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। গ্রামের কাজের অভাবে খেতমজুররা ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন। আর তৃণমূল আর বিজেপি সাধারণ মানুষকে ধর্মের নামে ভাগ করতে চাইছে। বিভাজনের রাজনীতিতে পরাস্ত করতে হবে। রাজ্যজুড়ে লাল ঝান্ডা নিয়ে রাজ্য বাঁচানোর লড়াইয়ে খেতমজুর, শ্রমজীবী মানুষকে যুক্ত করতে হবে।" এদিন শুরু হয়েছে সারাভারত খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের মুর্শিদাবাদ জেলা সম্মেলন। রবিবার অবধি চলবে এই সম্মেলন।
Comments :0