BLO

বাড়ি বাড়ি না যাওয়ার অভিযোগ ধূপগুড়ির শালবাড়ির বিএলও-র বিরুদ্ধে

জেলা

নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী প্রতিটি বুথে নিযুক্ত বিএলওদের (ব্লক লেভেল অফিসার) দায়িত্ব দেওয়া হয়েছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংশোধনের জন্য এসআইআর ফরম বিলি করার। উদ্দেশ্য—প্রত্যেক ভোটারের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে তাদের নাম, ঠিকানা ও তথ্য যাচাই করা। কিন্তু এই প্রক্রিয়াকে ঘিরেই বিতর্কের সৃষ্টি হয়েছে ধূপগুড়ি ব্লকের শালবাড়ি এলাকার ২৫২ নম্বর বুথে।
অভিযোগ, ওই বুথের বিএলও কেয়া বর্মন বাড়ি বাড়ি না গিয়ে একটি নির্দিষ্ট জায়গায় বসে এসআইআর ফরম বিলি করছেন। অনেক ভোটার অভিযোগ করেছেন, তাঁরা বিএলওর সংস্পর্শে আসতে পারছেন না, ফলে ফর্ম সংগ্রহে অসুবিধা হচ্ছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।
অভিযোগ অস্বীকার করে কেয়া বর্মনের বক্তব্য, “আমি নিয়ম মেনেই কাজ করছি। অনেক ভোটার নিজেরাই এসে ফরম সংগ্রহ করছেন। পাশাপাশি আমি নিজেও এলাকায় গিয়ে ফরম বিলি করছি। অনেক বাড়িতে একাধিক পরিবার থাকে, তাই অনেক সময় এক জায়গায় বসে ফরম বিলি করাই সুবিধাজনক হয়।”
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও চাপানউতোর শুরু হয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে দেখা হবে। প্রয়োজনে নির্বাচনী নিয়মভঙ্গের বিষয়টি নিয়ে তদন্ত করা হবে।

Comments :0

Login to leave a comment