Gang Rape Basirhat

১০ ঘন্টা রিসর্টে আটকে রেখে যুবতীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ বসিরহাটে

রাজ্য জেলা

বাড়িতে পৌঁছে দেওয়ার নাম করে এক যুবতীকে ডেকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠল বসিরহাটে। অভিযুক্ত তিন যুবক। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। অভিযোগ ঘন্টার পর ঘন্টা রিসর্টে আটকে রেখে দলবেঁধে ধর্ষণ করা হয় যুবতীকে। বুধবার গভীর রাতে পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছেন নির্যাতিতার পরিবারের। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদের ঘটনা। দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে বসিরহাট থানার পিফা গ্রাম পঞ্চায়েতের দেবক গ্রামের বাসিন্দা রজবালি মোল্লার ছেলে রমজান মোল্লা ও তাদের জামাইয়ের বিরুদ্ধে। অভিযুক্ত তিনজন পলাতক।পুলিশ তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। শিঘ্রই অভিযুক্তরা গ্রেপ্তার হবে বলে বৃহস্পতিবার হাসনাবাদ থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে ব্যাঙ্কের কাজ মিটিয়ে বাড়ি ফিরছিল হাসনাবাদের এক যুবতী। পাশের গ্রামের পরিচিত এক যুবক তাঁর পাশে এসে দাঁড়ায় একটি চার চাকার গাড়ি নিয়ে। যুবতীকে ওই যুবক বলে আমি তোমাদের বাড়ির রাস্তা দিয়ে ফিরবো। তোমাকে নামিয়ে দেব। পূর্ব পরিচিত হওয়ায় যুবতী গাড়িতে উঠে পড়ে দেখে আগে থেকেই আরও দুজন যুবক গাড়িতে বসে আছে। কিছুদূর যাওয়ার পর গাড়িটি অন্য রাস্তা দিয়ে যাওয়ায় যুবতীর সন্দেহ হয়‌ এবং সে গাড়ি থেকে নেমে যেতে চায়। বিপদে পড়েছে বুঝতে পেরে চিৎকার চেঁচামেচি শুরু করে। তপ্ত দুপুরে গ্রামের রাস্তাঘাট তখন শুনসান। গাড়ির সবকটি কাঁচ তোলা থাকায় অসহায় যুবতীর চিৎকার বাইরে পৌঁছায় না। অভিযোগ চিৎকার করায় যুবতীকে মারধর করা হয়। এরপর হাসনাবাদ থানা এলাকার একটি রিসর্টে জোর পূর্বক যুবতীকে নিয়ে যায় এবং ১০ ঘন্টা আটকে রেখে তার উপর চলে পাশবিক নির্যাতন। মোবাইলে মুহূর্তের ভিডিও করারও অভিযোগ। 

এরপর ওইদিন গভীর রাতে তাঁকে রাস্তায় ফেলে চম্পট দেয় অভিযুক্ত ওই তিন যুবক। স্থানীয় মানুষ নির্যাতিতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। 

অভিযোগ, সম্প্রতি হাসনাবাদ থানা এলাকার টাকী সহ বিভিন্ন এলাকায় গজিয়ে ওঠা গেস্ট হাউস রিসর্টে অসামাজিক কার্যকলাপের আঁতুড়ঘর হয়ে উঠেছে। যা কিনা টাকীর কৃষ্টি সংস্কৃতিকে ম্লান করে তুলেছে। শাসকদলের প্রশ্রয়ে রমরমিয়ে চলা এ হেন রিসর্ট ও গেস্ট হাউসের বিরুদ্ধে পুলিশের কোন আইনী পদক্ষেপ চোখে না পড়ায় ক্ষুব্ধ সেখানকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ।

Comments :0

Login to leave a comment