ANWAR ALI

স্ট্যাটাস কমিটির বৈঠকেও ঝুলে রইল আনোয়ারের ভবিষ্যৎ

খেলা

ঝুলেই রইলেন আনোয়ার আলি। প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির বৈঠকেও চূড়ান্ত কোনও ফয়সালা হলো না যে তিনি ইস্টবেঙ্গলে খেলতে পারবেন কিনা। উলটে জরিমানা এবং নির্বাসনের মুখে পড়ার আশঙ্কা বাড়ল।
শনিবার এই বৈঠকে বলা হয়েছে আনোয়ার আলি মোহনবাগানের সঙ্গে তাঁর মূল ক্লাব দিল্লিএফসি’র সঙ্গে চুক্তি ভেঙেছেন। মোহনবাগানে খেলার কথা থাকলেও সই করেছেন ইস্টবেঙ্গলে। জানা গিয়েছে, ইস্টবেঙ্গলে পাঁচ বছরের চুক্তির কথা বৈকে জানিয়েছেন আনোয়ারও। আনোয়ারের এই সিদ্ধান্তকে অন্যায, বলা হয়েছে বৈঠকে। 
এবার দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গলকে বক্তব্য জানানোর জন্য ৫ দিন সময় দেওয়া হয়েছে। অনুমান, মোহনবাগান টাকা দিয়েও আনোয়ারকে না পেলে বড় অঙ্কের অর্থ পাবে জরিমানা বাবদ। আনোয়ারকে পাওয়ার জন্য দিল্লি এফসির সঙ্গে চুক্তি করেছিল মোহনবাগান। আনোয়ার সই করেন ইস্টবেঙ্গলে। তাঁর ৬ মাসের নির্বাসন হতে পারে। জরিমানাও হতে পারে। ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি’র বক্তব্য যুক্তিসঙ্গত মনে না হলেও তাদেরও দুই মরশুমের জন্য ‘ট্রান্সফার ব্যান’ হতে পারে ।
২০১৭ সালের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলা আনোয়ারের ফুটবল জীবন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এক মরশুম মহামেডানে খেলার পরেই তিনি বড়সর চোট পান। ক্যারিয়ার প্রায় শেষ হতে চলা আনোয়ারকে নবজীবন দান করেন তার ' গড ফাদার ' রঞ্জিত বাজাজ। হাসপাতালের খরচা থেকে শুরু করে আনোয়ারের সমস্ত দায়ভার নেন তিনি। রঞ্জিতের ক্লাব দিল্লি এফসি থেকে ২০২৩-এ লোনে ৪ বছরের জন্য সই করেন মোহনবাগানে। স্বপ্নের মতো একটা মরশুম কাটান সবুজ মেরুনে। ডুরাণ্ড কাপ ও আইএসএল জেতে মোহনবাগান। কিন্তু , মরশুম শেষে গত জুন মাসেই রঞ্জিত বাজাজ টুইট করে জানান যে আনোয়ারের সঙ্গে মোহনবাগানের চুক্তি শেষ হয়ে গেছে। তাই এখন তিনি ফ্রি প্লেয়ার। যে কোনো ক্লাবই তাঁকে নিতে পারে। এখান থেকেই ঝামেলার সূত্রপাত ।

Comments :0

Login to leave a comment