নৌকায় একাকী বিশ্ব পরিক্রমায় জয়ী হলেন ভারতীয় নৌসেনার প্রাক্তন কমান্ডার অভিলাষ টমি। দুঃসাহসিক এই অভিযানের তার সঙ্গি বলতে ছিল ৩৬ ফুটের নৌকা বায়ানাত। এমনকি প্রয়োজন ছাড়া কোন ধরনের যান্ত্রিক ডিভাইস ছাড়া ২৩৬ দিন জলে কাটালেন অভিলাষ। গোল্ডেন গ্লোব রেস ২০২২’র ৪ সেপ্টেম্বর শুরু হয়েছিল ফ্রান্সের লে সাবলে দ’লোন বন্দর থেকে আর শেষ হয়েছে শনিবার সেখানেই। ১৬ জন অভিযাত্রী যোগ দিলেও সম্পূর্ণ করতে পেরেছেন মাত্র দুজন। প্রথম জন ভারতের অভিলাষ টমি ও দ্বিতীয়জন দক্ষিণ আফ্রিকার বাসিন্দা ক্রিস্টেন নওশাফের।
বিশ্বের অন্যতম কঠিনতম নৌঅভিযান নামে পরিচিত গোল্ডেন গ্লোব। কারন সমুদ্রে একাই থাকতে হবে এবং একাই সম্মুখীন হতে হবে সমস্ত প্রতিকূলতার। একসময় মেরুদন্ডে গুরুতর আঘাত পাওয়া অভিলাষ নৌকায় একাকী অভিযানের স্বপ্ন থেকে অনেকটা দুরে চলে গিয়েছিল। ২০১৮’তেও গোল্ডেন গ্লোব রেসে এসেছিলেন অভিলাষ। কিন্তু সেসয় ভারত মহাসাগরে ভয়ঙ্কর ঝড়ের সম্মুখীন হন তিনি। ভেঙে যায় নৌকার মাস্তুল। সময়েই মেরুদন্ডে আঘাত পান তিনি। দুদিন পরে ফঁরাসি নৌসেনা তাঁকে উদ্ধার করেছিল। তারপর টানা তিন বছর চিকিৎসা ও ব্যয়ামের ফলে ফের একদিন উঠে দাড়ান। আবারও দেখতে শুরু করেন বিশ্ব ভ্রমনের স্বপ্ন। অবশেষে নিজের ‘অভিলাষ‘ পূর্ণ করলেন অভিলাষ।
Comments :0