জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জন দর্শনার্থীর। জল ঢালতে যাওয়ার পথে শিলিগুড়ি মহাকুমার বাগডোগরার মুনি চা বাগানের কাছে ৩১ নম্বর জাতীয় সড়কে সোমবার সকাল প্রায় ৬ টা ১০ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের প্রত্যেকেই শিলিগুড়ি মহাকুমার ফাঁসিদেওয়ার পাশাপাশি দুই গ্রাম এলাকার বাসিন্দা। বাগডোগরা সংলগ্ন জংলি মন্দিরের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃতরা হলেন ফাঁসিদেওয়ার গোকুলজোতের বাসিন্দা অমলেশ রায় চৌধুরী (২০), গোবিন্দ রায় চৌধুরী (২৫), হিমেশ রায় চৌধুরী (১৪), হাউদিভিটাজোতের বাসিন্দা প্রহ্লাদ রায় (৩৫), কনক বর্মন (২৩) ও প্রবন রায় (২৪)।
জানা গেছে, এদিন সকালে ২০জনের একটি দর্শনার্থীর দল পায়ে হেঁটে বাগডোগরার সংরক্ষিত বনাঞ্চলস্থিত জংলি মন্দিরের দিকে যাচ্ছিলেন। পায়ে হেঁটে রাস্তার ধার দিয়ে যাচ্ছিলেন ঠিক সেই সময় পেছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি দর্শনার্থী বোঝাই স্করপিও গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ধাক্কা মারে। গাড়ির ধাক্কায় দর্শনার্থীরা ছিটকে জাতীয় সড়কের পাশে নয়ানজুলিতে পড়ে যান। স্করপিও গাড়িটিও সোজা গিয়ে নয়ানজুলিতে পড়ে। ঘটনাস্থলেই ছয় জনের মৃত্যু হয়। স্করপিও গাড়িটিও সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। জানা গেছে, দর্শনার্থী বোঝাই স্করপিও গাড়িটি বিহারের বাবাধামের দিক থেকে সিকিমের দিকে যাচ্ছিল। মৃতদের মধ্যে প্রহ্লাদ রায় একজন সিভিক ভলেন্টিয়ার কর্মী। এই ঘটনায় পায়ে হেঁটে চলা বাকি দর্শনার্থীরা কমবেশী জখম হয়েছেন। দুর্ঘটনায় স্করপিও গাড়ির চালক সহ গাড়ির ভেতরে থাকা ৫ জন গুরুতর জখম। তাঁরা শিলিগুড়ি ফুলবাড়িতে মহারাজা অগ্রসেন হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার পরেই দর্শনার্থীদের সুরক্ষা ও সঠিকভাবে যানচলাচল নিয়ন্ত্রণের দাবিতে বাগডোগরায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা থানার পুলিশ ও দমকল বাহিনী। একে একে ছয়টি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা জানতে তদন্ত শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ ও কলকাতা শিলিগুড়িগামী জাতীয় সড়ক অবরোধের জেরে ৩১ নম্বর জাতীয় সড়কে প্রবল যানজটের সৃষ্টি হয়। জাতীয় সড়কে দুই পাশে যানবাহনে লম্বা লাইন পড়ে যায়। দীর্ঘ প্রায় দুই ঘন্টা অবরোধ চলার পরে পুলিশের আশ্বাসের পরে অবরোধ প্রত্যাহার করে নেন বিক্ষোভকারীরা।
Bagdogra Accident
বাগডোগরায় বেসামাল গাড়ি, মৃত ৬
×
Comments :0