Bihar Vote

বেলা ১ টায় ৪২.৩% ভোট বিহারে

জাতীয়

বেলা ১টায় ভোটদানের হার ৪২  শতাংশ ছাড়িয়েছে বিহারে। লক্ষ্মী সরাই এবং বেগুসারাইয়ে ভোটের হার ৪৬ শতাংশ ছাড়িয়েছে।

বেলা ১১ টা পর্যন্ত বিহারে প্রথম দফায় ভোটদানের হার ছিল ২৭.৬৫ শতাংশ। বৃহস্পতিবার বিহারের ১২১ টি বিধানসভায় হচ্ছে ভোট। ১৮ টি জেলায় চলছে ভোটদান পর্ব। 
দ্বিতীয় দফার ভোটের প্রচারে বিহারের বিরোধী দল নেতা তেজস্বী যাদব ফের বলেছেন মহাগঠবন্ধন সরকার গড়লে প্রত্যেক পরিবারকে সরকারি চাকরির প্রতিশ্রুতি পালন করা হবে। জীবিকা দিদির কাজে যুক্ত মহিলাদের স্থায়ী করা হবে। বছরে অন্তত ত্রিশ হাজার টাকা প্রতিদান হিসেবে তাদের দেবে সরকার। গ্যাসের দাম সিলিন্ডারে ৫০০ টাকার মধ্যে রাখার ব্যবস্থা করবে রাজ্য সরকার। 
ভোটের মুখে মহিলাদের দিকে তাকিয়ে ব্যবসা এবং স্বনিযুক্তির জন্য দশ হাজার টাকা করে সহায়তার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। বিভিন্ন সমীক্ষা দেখিয়েছে মহিলা বক্তা তাদের মধ্যে জনতা দল ইউনাইটেড নেতা নীতীশ কুমারের পক্ষে সমর্থন তুলনায় কিছুটা বেশি। 
নীতিশের সঙ্গে বিজেপির দ্বন্দ্ব বারবার সামনে এসেছে। নীতীশ কে মুখ্যমন্ত্রী মুখ ঘোষনা করেননি নরেন্দ্র মোদী বা অমিত শাহ। 
বৃহস্পতিবার দ্বিতীয় পর্বের প্রচারে আরারিয়া এবং ভাগলপুর জেলায় দুটি জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 
নীতিশ কুমার বক্তিয়ারপুরে নিজের ভোট দিয়েছেন। তিনি বলেছেন সবার ভোট দেওয়া উচিত। অন্যদেরও উৎসাহিত করা উচিত ভোট দেওয়ার জন্য

Comments :0

Login to leave a comment