Body Recovered

কিশোরের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য পাইকরে

জেলা

দোষীদের গ্রেপ্তারের দাবিতে পাইকর থানার সামনে বিক্ষোভ।

মাঠের একটি নালা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সোমবার দুপুরে এক কিশোরের মৃতদেহ উদ্ধার করলো পুলিশ। ঘটনাটি ঘটেছে পাইকর থানার রুদ্রনগর- সুহুদীঘি গ্রামের মাঝে একটি সেচ ক্যানেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, মৃত কিশোরের নাম রানা ভূঁইমালী(১৭)। বাড়ি রুদ্রগর। পরিবারের অভিযোগ শনিবার থেকে সে নিখোঁজ ছিল। তারপর পাইকর থানায় নিখোঁজ ডায়রি করে পরিবার। পুলিশ তদন্ত শুরু করে। সোমবার দুপুরে রুদ্রনগর ও সুহুদিঘী গ্রামের মাঝখানে সেচ নালা থেকে ছেলেটির মৃতদেহ উদ্ধার করে পুলিশ  এবং থানায় নিয়ে আসে। তখন বাড়ির লোক সহ গ্রামবাসীরা থানার সামনে বিক্ষোভ দেখান। পরিবারের অভিযোগ রানা ভূঁইমালীকে গলায় ফাঁস দিয়ে মেরে ফেলা হয়েছে। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে পুলিশকে। পুলিশ তদন্তের আশ্বাস দেন। এবং মরদেহ ময়না তদন্তের জন্য রামপুরহাট হাসপাতালে পাঠানো হয়।

Comments :0

Login to leave a comment