বিধানসভায় শ্রদ্ধা জানানো হচ্ছে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। তাঁর দেহ পৌঁছালো মুজফ্ফর আহমদ ভবনে। আলিমুদ্দিন স্ট্রিটের বাইরে দীর্ঘ সারি জনতার।
রাজ্য দপ্তরে রয়েছেন সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য প্রকাশ কারাত, বৃন্দা কারাত, এমএ বেবি, নীলোৎপল বসু, রামচন্দ্র ডোম। রয়েছেন প্রবীণ নেতা হান্নান মোল্লা। রয়েছেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সিপিআই(এম) সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির চোখে অস্ত্রপচারের কারণে আসতে পারেননি। তাঁর পক্ষে মালা দিয়েছেন নীলোৎপল বসু। রয়েছেন পলিট ব্যুরো সদস্য তপন সেন। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য।
শ্রদ্ধা জানাতে এসেছেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, চন্দন সেন, দেবদূত ঘোষ। এসেছেন অগণিত অনুরাগী, জনতা। রাজ্য সপ্তরের সামনে দীর্ঘ সারি। হাতে মালা নিয়ে অপেক্ষা করছেন।
ভিড়ের চাপে গেট বন্ধ রাখতে হচ্ছে রাজ্য দপ্তরে। স্বেচ্ছাসেবকরা সহায্য করছেন পুলিশকে। জনতা ফেটে পড়েছে আলিমুদ্দিন তিল ধারণের জায়গা নেই। আন্তর্জাতিক গাইছেন চন্দন সেন সব্যসাচী চক্রবর্তী। রয়েছেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজা।
শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন অংশের মানুষ।
Comments :0