আর জি কর হাসপাতালে ধর্ষণ-খুন কাণ্ডের বিচার চেয়ে ফের সিজিও কমপ্লেক্স অভিযানে শামিল হলেন চিকিৎসক এবং নাগরিকরা।
৯ এপ্রিল ঘটনার আট মাস সম্পূর্ণ হলেও সব অপরাধী এবং তথ্য প্রমাণে লোপাটে জড়িতদের বিচার হয়নি। তদন্তকারী সংস্থা সিবিআই’র দপ্তর সল্টলেকের সিজিও কমপ্লেক্স অভিমুখে এই মিছিলে পূর্ণ তদন্তের দাবি জোরালো হয়েছে ফের।
চিকিৎসক সংগঠনসমূহের যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস এবং অভয়া মঞ্চের ডাকে হয়েছে এই মিছিল।
মিছিলে স্লোগানে তোলা হয়েছে প্রশ্ন, আর কতদিন অপেক্ষা করতে হবে প্রকৃত বিচারের জন্য।
৯ আগস্ট আরজি কর হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার রুমে পাওয়া যায় চিকিৎসক-ছাত্রীর দেহ। কর্মরত অবস্থায় খুন করা হয়েছে তাঁকে। এই ঘটনায় কেবল এক সিভিক ভলান্টিয়ারকে শাস্তি দেওয়া হয়েছে। কেননা সিবিআই’র চার্জশিটে কেবল ওই সিভিক ভলান্টিয়ারের নামই ছিল। কিন্তু শিয়ালদহ আদালতে বিচারকের রায়ে তদন্ত প্রক্রিয়া নিয়েই গভীর প্রশ্ন তোলা হয়েছে।
চিকিৎসকদের বক্তব্য, সরকারি হাসপাতালে দুর্নীতি এবং অপরাধচক্রের শিকার ওই চিকিৎসক ছাত্রী। তৃণমূল সরকারের মদতে চলা এই দুর্নীতিচক্রের পাণ্ডাদের আড়াল করতে পূর্ণাঙ্গ তদন্ত হচ্ছে না।
CGO COMPLEX March
চিকিৎসক-ছাত্রী হত্যাকাণ্ডে ফের সিজিও কমপ্লেক্স অভিযান

×
Comments :0