মধ্য কলকাতার একটি হোটেলে আগুন লেগে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বড়বাজারের মেছুয়া বাজার ফলপট্টির কাছে একটি হোটেলে। আগুন নিয়ন্ত্রণে বলে বুধবার সাংবাদিকদের জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা। তিনি জানিয়েছেন গভীর রাতে আগুন নেভার পর হোটেল ভিতর থেকে ১৩ জনের দেহ উদ্ধার হয়েছে। ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে ওই ১৩ জনের। আগুন থেকে বাঁচতে, কার্নিশ থেকে নামতে গিয়ে মৃত্যু হয় একজনের। পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ আগুন লাগে বড়বাজারের মেছুয়া বাজার ফলপট্টির হোটেল। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন পৌছায়। এলাকাটি ঘিঞ্জি এলাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। বড়বাজার মেছুয়াতে অগ্নিকাণ্ডের ঘটনা, ঘটনাস্থল পরিদর্শনে সিপিআই (এম) নেতৃবৃন্দ। রয়েছেন সুজন চক্রবর্তী,শ্রীদীপ ভট্টাচার্য, কল্লোল মজুমদার,ফৈয়াজ আহমেদ খান, ফুয়াদ হালিম, রাহুল ভট্টাচার্য সহ নেতৃবৃন্দ।
Comments :0