রাজস্থানের হনুমানগড়ে প্রতিবাদী কৃষকদের ওপর নির্মম লাঠিচালনার তীব্র নিন্দা করল সিপিআই(এম)।
হনুমানগড় জেলার টিব্বিতে এশিয়ার বৃহত্ত ইথানল উৎপাদন প্রকল্প ঘিরে বুধবার মহাপঞ্চায়েতের ডাক দিয়েছিল বিভিন্ন কৃষক সংগঠন।
পাঞ্জাবের ফিরোজপুর জেলায় এমনই ইথানল প্রকল্পের বিরুদ্ধে আন্দোলন চালাচ্ছেন কৃষকরা। টিব্বিতে রানিখেড়া গ্রামে দিলে ১৩২০ কিলোলিটার ইথানল উৎপাদন এবং ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন প্রকল্প ঘিরে বুধবার বড় জমায়েত করেন কৃষকরা। ছিলেন বহু গ্রামবাসী।
কৃষকরা বলছেন এই প্রকল্প মাটির তলার জল শুষে নেবে। বাড়বে জমি এবং জলের দূষণ। দূষিত হবে বাতাসও। স্বাস্থ্যের ওপর প্রভাবের পাশাপাশি গুরুতর বিপদ হবে ফসল উৎপাদনেও।
বুধবার টিব্বিতে মহকুমা শাসকের দপ্তরের সামনে জমায়েতে সারা ভারত কৃষকসভার নেতৃবৃন্দের পাশাপাশি কংগ্রেস বিধায়ক অভিমন্যু পুনিয়াও যোগ দেন। তাঁরা অনেকেই গুরুতর আঘাত পেয়েছেন পুলিশের লাঠিতে।
সিপিআই(এম) বলেছে, রাজস্থানে বিজেপি সরকারের পুলিশের লাঠিতে অন্তত ৫০ জন কৃষক মারাত্মক জখম হয়েছেন। কৃষকসভা এবং সিপিআই(এম) নেতা মঙ্গেজ চৌধুরীও গুরুতর আহত হয়েছেন।
Rajasthan Lathicharge
রাজস্থানে প্রতিবাদী কৃষকদের ওপর লাঠিচার্জের কড়া নিন্দা সিপিআই(এম)’র
হনুমানগড়ে এই মহাপঞ্চায়েতেই লাঠি চালায় পুলিশ।
×
Comments :0