BUDDHADEB BHATTACHARYA

কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য্যের প্রয়াণে রাজ্যজুড়ে শোক মিছিল

রাজ্য জেলা

সিপিআই(এম) পলিটব্যুরোর প্রাক্তন সদস্য তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হয়েছেন বৃহস্পতিবার সকালে। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ রাজ্য। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। প্রক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যর মৃত্যুতে শোকাহত গোটা রাজ্যের মানুষ।
কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যর মৃত্যুতে সিপিআই(এম) মেটেলী এরিয়া কমিটির অধীন বিভিন্ন জায়গায় শোক পালন করা হল। মৃত্যু সংবাদ শোনার পর সিপিআই(এম) দরদী,পার্টি সভ্য কালো ব্যাজ পরে শোক জানান। পার্টি ও গন সংগঠন দপ্তরে রক্তপতাকা অর্ধনমিত করা হয়। বিকালে বাতাবাড়ি লালশুক্রা ভবনে প্রয়াত কমরেড বুদ্ধদেবের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠিত হল শোকসভা।  
এদিন সিপিআই(এম) দার্জিলিঙ জেলা কমিটির পক্ষ থেকে শোক মিছিলটি হিলকার্ট রোড অনিল বিশ্বাস ভবনের সামনে থেকে শুরু হয়ে সেবক রোড, বিধান রোড, ভেনাস মোড় ঘুরে ফের হিলকার্ট রোড ধরে সিপিআই(এম) জেলা দপ্তরের সামনে এসে শেষ হয়। মিছিলে ছিলেন সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য জীবেশ সরকার, সিপিআই(এম) দার্জিলিঙ জেলা সম্পাদক সমন পাঠক, সিপিআই(এম) নেতা অশোক ভট্টাচার্য সহ সিপিআই(এম) জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সহ সিপিআই(এমএল) ও বামপন্থী দলের নেতৃবৃন্দ। 
সিপিআই(এম) নেতা অশোক ভট্টাচার্য বলেন, ‘‘কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের বেঁচে থাকাটাই ছিলো অনুপ্রেরনা। রাজনৈতিক সম্পর্কের সূত্র ধরেই পারিবারিক সম্পর্ক গড়ে উঠেছিলো। মুখ্যমন্ত্রী থাকাকালীন শিলিগুড়িতে এলেই আমার বাড়িতে উঠতেন। তাঁর স্বপ্ন ছিলো রাজ্যের শিল্পায়ন বেকারদের স্বার্থে। তাঁর প্রয়ান শুধু দলের ক্ষতি নয়, সারা রাজ্য ও দেশের অনেক বড় ক্ষতি। তিনি নেই মেনে নিতে কষ্ট হচ্ছে।’’


 

এদিন দল মত নির্বিশেষে সকলেই নানাভাবে স্মরণ করেছেন এই জন নেতাকে। পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানিয়ে শোক মিছিল বের হয়। তাতে বামফ্রন্টের কর্মী সমর্থকরা ছাড়াও বহু সাধারণ মানুষ পায়ে পা মিলিয়েছেন। মাথা উঁচু করে আদর্শকে সঙ্গী করে পথ চলা মানুষটির বিদায়ে শোকাচ্ছন্ন গোটা পুরুলিয়া।
এদিন বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় ডিওয়াওএফআই মুর্শিদাবাদ জেলা দপ্তরে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন নাট্যকার প্রদীপ ভট্টাচার্য। তিনি মনে করিয়ে দিয়েছেন, রবীন্দ্রসদনে কারাবন্দীদের নাটক দেখতে এসেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী। পাহারদার ছাড়াই দিল্লিতে নাটক করতে যাওয়ার অনুমতি পেয়েছিলেন কারাবন্দীরা। তাঁর পূর্ণ বিশ্বাস ছিল মানুষে।
এদিন বিকালে বাঁকুড়া জেলায় সর্বত্র প্রয়াত কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করে মৌন শোক মিছিল সংগঠিত হয়। বাঁকুড়া শহর, বড়জোড়ার একাধিক এলাকা, কোতুলপুর, গঙ্গাজলঘাটি, সিমলাপাল, সারেঙ্গা সহ জেলার একাধিক স্থানে এই শোক মিছিল সংগঠিত হয়। সি পি আই (এম) ও বামফ্রন্টের বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী, নেতৃত্ব ছাড়াও বহু সাধারণ মানুষ এই মৌন শোক মিছিলে হাঁটেন।
এদিন বিকেলে বারাকপুর মসজিদ মোড় থেকে ওয়ারলেস গেট প্রর্যন্ত শোকমিছিল হয়। ইছাপুর ষ্টোরবাজার থেকে মানিকতলা প্রর্যন্ত শোকমিছিল হয়। শ্যামনগর সিপিআই(এম) অফিসে প্রয়াত কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য’র প্রতিকৃতিতে মাল্যদান করে শোক মিছিল শুরু হয়ে এলাকা পরিক্রমা করে। ভাটপাড়া, রথতলা ও জগদ্দল গোলঘর থেকে তিনটি পৃথকভাবে শোকমিছিল হয়। নৈহাটি পার্টি অফিসের সামনে থেকে শোক মিছিল শুরু হয়ে নৈহাটি ষ্টেশন, রামকৃষ্ণ মোড় হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পার্টি অফিসে গিয়ে শেষ হয়। কাচড়াপাড়া পার্টি অফিস থেকে শোক মিছিল কাচড়াপাড়া শহর পরিক্রমা করে লিচুবাগান গিয়ে শেষ হয়।
বারাসাত উত্তর পূর্ব এরিয়া কমিটি উদ্যোগে প্রয়াত কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য স্মরণে উত্তর ২৪পরগনা জেলা পার্টি অফিসের সামনে থেকে শোক মিছিল শুরু হয়ে চাপাডালী মোড়,  কে কে মিত্র রোড হয়ে বারাসাত স্টেশনে শেষ হয় এছাড়াও এরিয়া কমিটি অভ্যন্তরে কদম্বগাছি বাজারে ও শোক মিছিল হয়। এদিন মিছিল হয়েছে দমদম সহ অন্যান্য অঞ্চলেও।
বৃহস্পতিবার কালনা ও পূর্বস্থলীর বিভিন্ন জায়গায় শোক মিছিল হয়। বিভিন্ন এরিয়া কমিটির উদ্যোগে এদিন কালনা শহর, বৈদ্যপুর, ধাত্রীগ্রাম এবং পূর্বস্থলীর সমুদ্রগড় রেল বাজার, পাটুলি বাজারে শোক মিছিল হয়।

সিপিআই(এম) বসিরহাট দক্ষিণ -২এরিয়া কমিটির উদ্যোগে বৌবাজার সংলগ্ন কমরেড প্রণব মুখার্জি স্মৃতি পাঠাগার ভবনের নিচে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে শোক মিছিল শুরু হয়। বসিরহাট বোটঘাট এসে শেষ হয়।


কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর খবর পাওয়া মাত্র শোকের ছায়া নেমে আসে হাওড়া জেলার গ্রামাঞ্চল ও শহরাঞ্চলে  সর্বত্র। পাটির জেলা দপ্তর, এরিয়া কমিটির দপ্তর সহ শাখা অফিসগুলোতে অর্ধনমিত করা হয় লাল পতাকা। বিকালে জেলার উদয়নারায়ণ, বাগনান, আমতা, শ্যামপুর, উলুবেড়িয়া, বাউড়িয়া , সাঁকরাইল, পাঁচলা, জগৎবল্লভপুর, ডোমজুড়, নিশ্চিন্দা, বালি বেলুড়, সালকিয়া, বেলগাছিয়া, লিলুয়া, মধ্য হাওড়া, শিবপুর, বি গার্ডেন, দক্ষিণ হাওড়া সহ বিভিন্ন অঞ্চলে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে শোকমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে বামপন্থী কর্মী, সমর্থক, দরদী ছাড়াও বহু সাধারণ মানুষ মিছিলে পা মেলান। 
এদিন হুগলী জেলার গ্রাম শহরের সর্বত্রই শোক মিছিল হয়। শ্রীরামপুর পূর্ব এরিয়া কমিটির উদ্যোগে মাহেশ থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে শোক মিছিল হয়। ছিলেন পার্টির হুগলী জেলা সম্পাদক দেবব্রত ঘোষ ও অন্যান্যরা। শ্রীরামপুর পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে তারাপুকুর অঞ্চলেও শোক মিছিল হয়। এদিন দুপুরে শ্রীরামপুর পার্টির জেলা কেন্দ্রের পতাকা অর্ধনমিত ও  প্রয়াত নেতার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। 
প্রয়াত কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার বিকালে সিপিআই(এম) রানিগঞ্জ  এরিয়া কমিটির পক্ষ থেকে শোক মিছিল হল। অর্ধনমিত লাল পতাকা নিয়ে মিছিল এনএস বি রোড হয়ে তারবাংলা মোড়, এতোয়াড়ি মোড়, সি আর রোড হয়ে নেতাজি স্ট্যাচুর সামনে শেষ হয়। মিছিলের পুরোভাগে ছিলেন প্রাক্তন বিধায়ক রুনু দত্ত, পার্টিনেতা সুপ্রিয় রায়, কৃষ্ণা দাশগুপ্ত, অরূপ ঘোষ প্রমূখ। এদিন বল্লভপুর মোড় হতে সাহেবগঞ্জ মোড় হয়ে শোকমিছিল পেপারমিল ইউনিয়ন অফিস প্রাঙ্গণে শেষ হয়। বিকেলে চেলোদ হাট থেকে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক মিছিল হয়েছে। সিপিআই(এম) পশ্চিম বর্ধমান জেলা দপ্তর সহ সমস্ত পার্টি অফিসে রক্তপতাকা অর্ধনমিত করা হয়।
কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়ানে গভীরভাবে শোকাহত পূর্ব মেদিনীপুর। সিপিআই(এম) পূর্ব মেদিনীপুর জেলা দপ্তরে প্রয়াত কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন সিপিআই(এম) জেলা সম্পাদক নিরঞ্জন সিহি, হিমাংশু দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ সহ কর্মীরা। জেলা পার্টির প্রতিটি শাখা, এরিয়া কমিটি ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে শোক মিছিল ও স্মরণ সভা হয়। এসএফআই, ডিওয়াইএফআই, মহিলা সমিতি, সারাভারত কৃষক সভা, সারাভারত খেতমজুর ইউনিয়ন, সিআইটিইউ, এবিটিএ,  এবিপিটিএ, কো অর্ডিনেশন কমিটি, কর্মচারী সংগঠনের উদ্যোগ বিভিন্ন স্থানে শোক মিছিল ও সভা হয়। 
প্রয়াত নেতা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য স্মরণে খন্ডঘোষ ১ এরিয়া কমিটির অন্তর্গত খণ্ডঘোষ পাঠানপাড়া থেকে হাটতলা পর্যন্ত শোকমিছিল ও  শ্রদ্ধা জ্ঞাপন করা হয়
কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়ানে মৌন মিছিল হয় বীরভূম জেলা জুড়ে হয়। জেলায় হাজার হাজার মানুষ প্রয়াত জননেতা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানাতে মৌন মিছিলে সামিল হন। 
বৃহস্পতিবার সিপিআই(এম) কাকদ্বীপ এরিয়া কমিটির উদ্যোগে কাকদ্বীপ শহরে হয় শোক মিছিল।
প্রাক্তন মুখ্যমন্ত্রী ও জননেতা বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানিয়ে মৌন মিছিল হলো উলুবেড়িয়ায়। মিছিলটি উলুবেড়িয়া গরুহাটা থেকে শুরু হয়ে উলুবেড়িয়া কোর্ট, নোনা, বাজারপাড়া হয়ে উলুবেড়িয়া স্টেশনে শেষ হয়।
কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য্যের প্রয়াণে গভীর শোক জানিয়ে পূর্ব বর্ধমান জেলায় সর্বত্র শোক মিছিলে হাজার হাজার মানুষ সামিল হন। এদিন সকালেই সমস্ত পার্টি অফিসে পার্টির পতাকা অর্ধনমিত করা হয়। এদিন লাল পতাকা নিয়ে সেই মিছিলে অগনিতত মানুষ অংশ নিয়েছিলেন। এই মিছিলে বহু সাধারণ মানুষ কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের অনাড়ম্বর ব্যক্তিগত জীবন, কমিউনিস্ট গুণাবলীতে পূর্ণ মানুষ হিসাবে আকৃষ্ট হয়ে মিছিলে হাঁটেন। রাজনৈতিক ভাবে ভিন্নমতের মানুষও তাঁকে সম্মান ও শ্রদ্ধা করতেন বলেই এমন বহু মানুষের এদিন দেখা মিলেছে এই শোক মিছিলে। 
 

Comments :0

Login to leave a comment