GAZA-ISRAEL

নামেই যুদ্ধবিরতি, গাজায় ৪৪ দিনে কমপক্ষে ৪৯৭ বার হামলা ইজরায়েলের

আন্তর্জাতিক

 

নামেই যুদ্ধবিরতি ক্রমাগত গণহত্যা চালাচ্ছে ইজরায়েল। যুদ্ধ বিরতি শুরু হওয়ার কিছু দিন পর থেকেই নানান অজুহাতে হামলা চালিয়েছে ইজরায়েলের বিমান বাহিনী। শেষ ৪৪ দিনে কমপক্ষে ৪৯৭ বার গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালিয়েছে ইজরায়েল।

গাজার সরকারি সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে শেষ ৪৪ দিনে কমপক্ষে ৪৯৭ বার গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালিয়েছে ইজরায়েল। কয়েকশো পালেস্তিনীয়কে হত্যা করেছে তারা। জানা গিয়েছে এই হামলায় প্রায় ৩৪২ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন। যাদের মধ্যে বেশিরভাগই শিশু, নারী এবং বৃদ্ধ।

শনিবার গাজার সরকারি সংবাদ মাধ্যমের তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, ইজরায়েল যুদ্ধবিরতি চুক্তির ক্রমাগত লঙ্ঘন করে হামলা চালাচ্ছে তার তীব্র নিন্দা জানাই। এই যুদ্ধবিরতি লঙ্ঘন করা আসলে আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের সঙ্গে যুক্ত প্রোটোকলের লঙ্ঘন।

গত শনিবারও ২৭টি হামলার ঘটনা ঘটেছে। শনিবার গাজা জুড়ে ইজরায়েলি সেনাবাহিনী বিমান হামলা শুরু করে। যার ফলে ২৪ জন অসামরিক ক্ষেত্রের মানুষ নিহত হয়েছেন এবং ৮৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে এই সংস্থার বিবৃতি। যুদ্ধ বিরতি লঙ্ঘনের ফলে নিরাপত্তাজনিত দুশ্চিন্তা দেখা গিয়েছে তার জন্য সম্পূর্ণরূপে দায়ী ইজরায়েল।

 

 

 

Comments :0

Login to leave a comment