SIR

পশ্চিমবঙ্গ, আসাম, কেরালা নিয়ে প্রশ্নের মুখে পড়ল কমিশন

জাতীয় রাজ্য

এসআইআর’র দ্বিতীয় পর্ব ঘোষণা করার মধ্যেই পশ্চিমবঙ্গ সহ তিন রাজ্য নিয়ে একাধিক প্রশ্নের মুখে পড়ল নির্বাচন কমিশন। 
সোমবার দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক সম্মেলনে একাধিক প্রশ্ন করা হয় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং সরকারে আসীন তৃণমূল কংগ্রেসের তরফে বিরোধিতার প্রসঙ্গ তোলা হয়।
জ্ঞানেশ কুমার বলেন, সংবিধান অনুযায়ী রাজ্য সরকার নির্বাচন কমিশনারকে প্রয়োজনীয় কর্মী দিতে বাধ্য। আরেক প্রশ্নে তিনি বলেন, সংবিধান অনুযায়ী ভোটার তালিকা সংশোধন নির্বাচন কমিশনের কাজ। আবার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সামলানো রাজ্যের কাজ। সব রাজ্যই সে কাজ করছে। 
কেরালায় সূচি অনুযায়ী সামনেই হওয়ার কথা পঞ্চায়েতের মতো স্থানীয় প্রশাসনের নির্বাচন রয়েছে। কেরালার মুখ্য নির্বাচন আধিকারিক এবং রাজ্য সরকার এসআইআর’র দিনক্ষণ পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছিল। তা’হলে দ্বিতীয় পর্বেই কেরালাকে রাখা হলো কেন?
এই প্রশ্নে জ্ঞানেশ কুমার বলেন কেরালায় স্থানীয় নির্বাচনের বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়নি। সে কারণে এসআইআর সূচি ঘোষণা করা হয়েছে।
আসামকে এসআইআর থেকে বাদ রাখা হয়েছে। পশ্চিমবঙ্গ সহ যে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন হবে ২০২৬ সালে তার মধ্যে যদিও আসাম রয়েছে। 
এক প্রশ্নে জ্ঞানেশ কুমারের বক্তব্য, ভারতের নাগরিকত্ব আইনে আসামের জন্য বিশেষ সংস্থান রয়েছে। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে আসামের নাগরিকত্ব খতিয়ে দেখার কাজ চলছে। সে কারণে আসামকে বাদ রাখা হয়েছে। আসামের ভোটার তালিকা সংশোধনের জন্য আলাদা তালিকা প্রকাশিত হবে।

Comments :0

Login to leave a comment