Jalpaiguri

ভাঙল চাঙড়, পুরনো বহুতলে আতঙ্ক জলপাইগুড়িতে

জেলা

চাঙড় ভেঙে রাস্তায় পড়ার পর ঘেরা রয়েছে এলাকা।

বহুতলের অংশ ভেঙে পড়ার আতঙ্ক এখনও রয়েছে সমাজপাড়া মোড়ে।
মঙ্গলবার রাত ৯.৩০ নাগাদ জলপাইগুড়ি শহরের ব্যস্ততম রাস্তায় অল্পের জন্য রক্ষা পান পথ চলতি মানুষ থেকে বহুতলের নিচে থাকা দোকান মালিকরা। এই বহুতলটিকে অনেক আগেই বিপদজনক ঘোষণা করেছিল পৌরসভা। অভিযোগ , তার পরেও বহুতলের মালিক কথা শুনছেন না। শহরের প্রবীণদের কথায়, সম্ভবত এই ‘মুক্তা ভবন’-ই শহরের প্রথম বহুতল। 
পৌর আধিকারিকদের মতে মালিক পৌরসভার কথা শুনছেনা উল্টে তিনি আইনি নোটিশ দিয়ে রেখেছেন পৌরসভাকে। 
মঙ্গলার রাতে আচকাই এই মুক্তা ভবনের চারতলার কার্নিশের একটা বড় অংশ ভেঙে রাস্তায় পরে রাস্তার উপর ৷ রাত একটু বেশি থাকায় রাস্তা ফাকা থাকায় কনো মানুষ আহত হয়নি ঘটেনি বড় কোন দুর্ঘটনা। ঘটনার পরেই এলাকায় ছুটে আসেন পৌরসভার আধিকারিক ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা। রাতে পুলিশের উদ্যেগে বহুতলের চারপাশ ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়৷ 
একাংশের অভিযোগ পৌরসভার ঘনিষ্ঠ কিছু বিল্ডার ডেভলপারের সাথে ঐ পুরনো বাড়ির মালিকদের যোগাযোগ থাকায় এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেওয়া হয়নি। শহরের সমাজ পাড়া, দিনবাজার, ভাটিয়া বিল্ডিং, মোহন্ত পাড়া এলাকায় রয়েছে এই বিপজ্জনক বাড়িগুলি। যেগুলো দেখেও না দেখার ভান করে চলেছে পৌরসভা।

Comments :0

Login to leave a comment