জীবানু মেলেনি কারও শরীরে। তবে আগে থেকেই ‘এমপক্স’ সতর্কতা জারি করে রাখল দিল্লির রাজ্য সরকার। তিনটি সরকারি হাসপাতালকে আইসোলেশন রুম তৈরি রাখতে বলা হয়েছে সরকারি নির্দেশিকায়।
আফ্রিকার বিভিন্ন দেশে সংক্রমণের জেরে ‘এমপক্স’-কে জনস্বাস্থ্যে আন্তর্জাতিক স্তরে জরুরি উদ্বেগের সংক্রমণ বলে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে ইউরোপেও সংক্রমণ দেখা যাচ্ছে।
দিল্লিতে লেকনায়ক জয়প্রকাশ হাসপাতাল, গুরু তেগ বাহাদুর হাসপাতাল এবং বাবা সাহেব আম্বেদকর হাসপাতালকে আইসোলেশন রুম তৈরি রাখতে বলা হয়েছে। কেবল আক্রান্ত নয়, সংক্রমণের লক্ষণ রয়েছে এমন রোগীদেরও এই ঘরে রাখার ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে। তার মধ্যে লোক নায়ক জয়প্রকাশ হাসপাতালকে ২০টি ঘর তৈরি রাখতে বলা হয়েছে। তার মধ্যে ১০টি ঘরে সংক্রমণ রয়েছে এমন রোগীদের জন্য আলাদা করা হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য, ২০২২ থেকে বিশ্বের ১১৬টি দেশে ৯৯হাজার ১৭৬ জন সংক্রমিত হয়েছে এই রোগের জীবানুতে। মৃতের সংখ্যা ২০৮।তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’-র এক শীর্ষ আধিকারিক বলেছেন যে ‘এমপক্স’ কোভিড নয়। কোভিডের সময় বিশ্বের জানা ছিল না কিভাবে মোকাবিলা করতে হবে। কিন্তু ‘এমপক্স’ আমরা মোকাবিলা করতে পারি। হু-র ইউরোপের ডিরেক্টর হানস ক্লুজ বলেছেন, ‘‘এই সময়ে আতঙ্ক ছড়ানো আমাদের কাজ নয়। দরকার মোকাবিলার জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুযায়ী চলা।
‘এমপক্স’-র লক্ষণ সাধারণ জ্বরের মতো। গত সপ্তাহে সুইডেনে এই ভাইরাসের একটি প্রকরণকে চিহ্নিত করা হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, এই নির্দিষ্ট প্রকরণের কারণেই আফ্রিকায় দ্রুত ছড়িয়েছে এই রোগ। ক্লুজ বলেছেন, ‘‘নতুন প্রকরণ ‘ক্লেড ১’ নিয়েই গবেষণা বেশি হচ্ছে। তবে এই গবেষণা তলনায় কম ক্ষতিকর ‘ক্লেড ২’ প্রকরণ মোকাবিলাতেও কাজে আসবে। প্রতি মাসে ইউরোপে ‘ক্লেড ২’ প্রকরণে অন্তত ১০০ জন আক্রান্ত হচ্ছেন।’’
MPOX DELHI
মেলেনি আক্রান্ত, ‘এমপক্স’ মোকাবিলায় ৩ হাসপাতালকে তৈরি রাখছে দিল্লি
×
Comments :0