শনিবার আইএসএলে প্রথম ম্যাচেই হারের মুখ দেখল ইস্টবেঙ্গল। প্রথমার্ধে ভিনিত ভেঙ্কটেশের গোলেই জয়লাভ করলো বেঙ্গালুরু।
এখনো পর্যন্ত আইএসএলের প্রথম ম্যাচে কখনো জয় পায়নি ইস্টবেঙ্গল । সেই ধারা বজায় থাকলো নতুন মরশুমেও। কান্তিরাভায় নিজের পুরোনো মাঠে হেরে গেলেন কার্লোস। প্রথমার্ধে মাদি তালাল না থাকায় আক্রমণ ডানা বাঁধছিল না ইস্টবেঙ্গলের মাঝমাঠে। লক্ষ্য করা যাচ্ছিল রক্ষণের ফাঁকফোকর। এই রক্ষণের ভুলেই ম্যাচের ২৫ মিনিটে ভিনিত ভেঙ্কটেশের গোলে এগিয়ে যায় বেঙ্গালুরু। বেঙ্গালুরু এফসির ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলস্কোরার হয়ে গেলেন ভিনিত ভেঙ্কটেশ। মাত্র ১৯ বছরের এই যুবক দারুন ফুটবল খেললেন।
দ্বিতীয়ার্ধে বিষ্ণু ও আমানের যুগলবন্দিতে বাঁ দিক থেকে আক্রমণ শানাচ্ছিল ইস্টবেঙ্গল। কলকাতা লিগের রিসার্ভ দলে একসাথে খেলেই এই বোঝাপড়া তৈরি হয়ে গেছে তাদের মধ্যে । কিন্তু প্রথম থেকেই বড্ড বেশি কার্ড দেখছিলেন লাল হলুদ ফুটবলাররা। ম্যাচের ৮৬ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখেন চুংনুংগা। ১০ জনে হয়ে যাওয়া ইস্টবেঙ্গল লড়াই চালিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি । ১ গোলের ব্যবধানেই নিজেদের প্রথম ম্যাচে হারের মুখ দেখলেন কার্লোস ।
শনিবার আইএসএলের আর একটি ম্যাচে জয় পেলো চেন্নাইন এফসি। ওড়িশাকে ৩ - ২ গোলে হারালো দক্ষিণের দলটি ।
Comments :0