১৯৭১ সালে প্রাণপণ যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছিল বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় (৭৫)। ডিসেম্বর বিজয়ের মাসে শনিবার রাতে তাঁকে ও তাঁর স্ত্রী সুর্বণা রায়কে(৬০) নিজের বাড়িতে নৃশংস খুন করা হয়। শনিবার রাতে নির্মম এই হত্যাকান্ডটি হয়েছে বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা রংপুরে। নিহত যোগেশ তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের উত্তর রহিমাপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সংবাদ মাধ্যমের রিপোর্টে জানা গিয়েছে, রবিবার সকালে প্রতিবেশীরা ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে বাড়ির ভেতরে ঢুকে দেখেন ডাইনিং রুমে পড়ে রয়েছে যোগেশ চন্দ্র রায়ের দেহ এবং রান্নাঘরে পড়ে রয়েছে সুর্বণা রায়ের রক্তাক্ত দেহ। পুলিশে খবর দেওয়া হয়। প্রত্যক্ষদর্শী দীপক চন্দ্র রায় জানান, তাঁর পরিবার ৪০-৫০ বছর ধরে যোগেশ চন্দ্র রায়ের বাড়িসহ অন্যান্য বিষয় দেখাশোনা করেন। তিনি প্রতিদিন সকালে সেখানে যান। এদিন সকাল ৭টা পর্যন্ত ঘর থেকে কেউ বের না হওয়ায় সন্দেহ হয়। তিনি ডাকাডাকি করেও কোনো শব্দ না পেয়ে আশপাশের লোকজনকে খবর দেন। এরপর মই বেয়ে ভেতরে ঢুকে দেখেন দুজনের রক্তাক্ত দেহ পড়ে আছে। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। আশপাশের বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ জমায়েত হন।
মুক্তিযোদ্ধা কমান্ডার আলী হোসেন বলেন, ২৪ ঘণ্টার মধ্যে খুনিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। তারাগঞ্জ থানার এসআই মো. আবু ছাইয়ুম সংবাদ মাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে দুজনেরই মাথায় আঘাত করে খুন করা হয়েছে। জমি সংক্রান্ত্র বিষয়ে তাঁকে খুন করা হয়েছেন বলে পুলিশের অনুমান। ঘটনার তদন্ত চলছে।
Bangladesh
মুক্তিযুদ্ধে লড়াই করা দম্পতি খুন বাংলাদেশে
×
Comments :0