জানা অজানা
নতুনপাতা
আলফ্রেড নোবেল এবং….
তপন কুমার বৈরাগ্য
১৪ নভেম্বর ২০২৫, বর্ষ ৩
স্যার আলফ্রেড বেনহার্ড নোবেল ১৮৩৩ খ্রিস্টাব্দের ২১ অক্টোবর
সুইডেনের রাজধানী স্টকহোমে জন্মগ্রহণ করেন।তার জন্মমাসকে
স্মরণ করে অক্টোবর মাসে নোবেল পুরস্কার প্রাপকদের
নাম ঘোষণা করা হয়।
আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কারের পর কোটি কোটি টাকা
আয় করেন।আলফ্রেড ভেবেছিলেন তার আবিষ্কারকে মানুষ
সৃষ্টিশীল কাজে ব্যবহার করবেন।পরিবর্তে মানুষ তার আবিষ্কারকে
ধ্বংসাত্মক কাজে ব্যবহার করতে লাগলেন।তিনি খুবই ব্যাথিত
হলেন।বিভিন্ন সৃজনমূলক কর্মকান্ডকে উৎসাহিত করার জন্য
তিনি এগিয়ে এলেন।তিনি নিজের নামে পুরস্কারের কথা চিন্তা
করলেন।১৮৯৫ খ্রিস্টাব্দের ২৭শেএপ্রিল তিনি একটা উইল
করে যান।৯০ লক্ষ ডলার মূল্যের একটা তহবিল গঠন করেন এবং
সুইডিশ সেন্ট্রাল ব্যাঙ্কে জমা দেন।এই উইল করার তেরোদিন পর
তিনি পরলোকগমন করেন।সময়টা ছিল ১৮৯৬খ্রিস্টাব্দের ১০ই ডিসেম্বর। তার মৃত্যুর পাঁচ বছর পর অর্থাৎ ১৯০১খ্রিস্টাব্দে তৎকালীন সুইডিশ সরকার নোবেল কমিটি গঠন করেন। ১৯০১
খ্রিস্টাব্দ থেকে প্রথম নোবেল পুরস্কার দেওয়া চালু হয়।১৯০১ খ্রিস্টাব্দে প্রথম নোবেল পুরস্কার হাতে তুলে নিয়ছিলেন জিন হেনরি ডুনাই এবং ফ্রেডেরিক প্যাসি।শান্তির জন্য পান।
প্রথমে পাঁচটা বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হতো।এইগুলো হলো--পদার্থবিদ্যা,রসায়ন,চিকিৎসা,সাহিত্য,শান্তি। এই সমস্ত বিষয়ে সারা পৃথিবীর কৃতি ব্যক্তিদের এই পুরস্কার দেওয়া হয়।
১৯৬৮থেকে অর্থীনীতিতে নোবেল পুরস্কার প্রবর্তিত হয়।বর্তমানে ৬টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়।২০২৫-এ সাহিত্যে নোবেল পুরস্কার পাচ্ছেন হাঙ্গেরীর প্রতিবাদী লেখক লাসজলো ক্রাজনা হোর কাই।
চিকিৎসা বিজ্ঞানে নোবেল পাচ্ছেন--মেরিই ব্রুনকো,ফ্রেড রেমসডেল,সিমন সাকাগুচি।পদার্থবিদ্যায় নোবেল পাচ্ছেন--জন ক্লাক,মিশেল এইচ ডেভোরেট,জন এম মার্টিনিস।রসায়নে নোবেল
পুরস্কার পাচ্ছেন--সুসুমু কিতাগাওয়া,রিচার্ড রবসন,ওমর এম ইয়াঘি।শান্তিতে নোবেল পুরস্কার পাচ্ছেন---ভেনেজুয়েলার মারিয়া
কোরিনা মাচাদো।তিনি ভেনেজুয়েলার গণতান্ত্রিক অধিকার
প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন। অর্থনীতিতে নোবেল পুরস্কার
পাচ্ছেন--জোয়েল মোকির,ফিলিপ আসিয়োঁ,পিটার হাউইট।
নরওয়ের খ্যাতিমান দুই পুরুষ বিয়র্নস্টজার্ন এবং বিয়র্নসনরের
কথা মনে রেখে নোবেল শান্তিপুরস্কার দেওয়া হয় নরওয়ের
অসলোতে।বাকী পুরস্কারগুলো দেওয়া হয় সুইডেনের রাজধানী
স্টকহোমে আলফ্রেড নোবেলের মৃত্যুদিন ১০ই ডিসেম্বরে।এবার নোবেল পুরস্কারের তালিকায় যেসব দেশের নাম উঠে এসেছে তাদের মধ্যে আছে --মার্কিণযুক্তরাষ্ট্র,জাপান,হাঙ্গেরি,ভেনেজুয়েলা।
এ বছর নোবেল পুরস্কারের অর্থমূল্য১১মিলিয়ন সুইডিশ ক্রোনা।
এ পর্যন্ত ১২জন ভারতীয় নোবেল পুরস্কার পেয়েছেন।
তাদের মধ্যে ৫জন ভারতীয় নাগরিক।বাকী ৭জন ভারতীয়
বংশোদ্ভূত বা ভারতে বসবাসকারী মহান ব্যক্তিত্ব।ভারতীয়দের মধ্যে সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম নোবেল পুরস্কার পান ১৯১৩ খ্রিস্টাব্দে।
স্যার আলফ্রেড বেনহার্ড নোবেল শুধু নোবেল পুরস্কারের
জন্যই অমর হয়ে নেন,তিনি শান্তির দূত এবং মানবপ্রেমিক
হিসাবে পৃথিবীতে অমর হয়ে আছেন।
Comments :0