GENERAL KNOWLEDGE / TAPAN KUMAR BAIRAGYA / CROCODILE RIVER / NATUNPATA / 28 NOVEMBER 2025 / 3rd YEAR

জানা অজানা / তপন কুমার বৈরাগ্য / কুমীর নদী / নতুনপাতা / ২৮ নভেম্বর ২০২৫, বর্ষ ৩

নতুনপাতা/মুক্তধারা

GENERAL KNOWLEDGE  TAPAN KUMAR BAIRAGYA  CROCODILE RIVER  NATUNPATA  28 NOVEMBER 2025  3rd YEAR

জানা অজানা

নতুনপাতা

কুমীর নদী
তপন কুমার বৈরাগ্য

২৮ নভেম্বর ২০২৫, বর্ষ ৩
 

কুমীর আধাজলজ সরীসৃপ ধরনের প্রাণী।এদের দেহ শুষ্ক, দেহতে আঁশ আছে।এদের চারটে পা আছে।প্রতিটা পায়ে পাঁচটা করে নখরযুক্ত আঙুল আছে।এরা ২০ফুট পর্যন্ত লম্বা হয়।এরা মাংসাশী
শিকারী প্রাণী।কুমীরের অপর নাম মকর।এরা মাছ,পাখি যে কোনো জীবন্ত প্রাণী এমন কি মানুষকেও আস্ত রাখে না।এরা জলে এবং স্থলে দুই জায়গায় থাকতে পছন্দ করে।এরা বৃহৎ হিংস্র
প্রাণী।এদের চামড়া খুব পুরু।দাঁত খুব ধারালো।গ্রীষ্মমন্ডল এবং উপক্রান্তীয় অঞ্চলে এরা থাকতে বেশি পছন্দ করে।এরা প্রায় ৮০বছর বাঁচে।
দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম নদী লিম্পোপা ।পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কুমীর দেখা যায় এই নদীতে।তাই একে
কুমীর নদী বলে।এই নদী দক্ষিণ আফ্রিকার উইটওয়াটারস্র্যান্ড থেকে উৎপন্ন হয়ে বতসোয়ানা,জিম্বাবুয়ে,মোজাম্বিকের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে ভারতমহাসাগরে পতিত হয়েছে।১৪৯৮খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা এই নদীর প্রথম সাক্ষাৎ পান।তিনি এই নদীর নাম দেন এম্পিরিটু স্যান্টো নদী।তিনি এই নদীতে অস্বাভাবিক কুমীর দেখে বিস্ময়ে অভিভূত হয়ে যান।
এই নদীর তীরে আগে রিভোম্বা উপজাতির লোক বাস করতো, সেই নাম অনুসারে পরবর্তী ক্ষেত্রে এই নদীর নাম হয় লিম্পোপা বা রিভোম্বা নদী। লিম্পোপার অর্থ দরিদ্র প্রদেশ।
এই নদীতে অস্বাভাবিক কুমীর থাকার বেশ কিছু কারণ আছে। এই নদী অর্ধবৃত্তাকারে প্রবাহিত।যে ধরনের গতিপথ কুমীর বেশি পছন্দ করে।তাছাড়া এই ধরনের গতিপথে এই নদীতে
প্রচুর মাছ জন্মায়।
 

এই নদীর বেশিরভাগ অংশ জলাভূমি ,বনভূমি,সমভূমির উপর দিয়ে প্রবাহিত।জলাভূমি এবং বনভূমি থেকে তাদের খাবারের কোনো অভাব হয় না।ভারতমহাসাগরে এই নদী পতিত হওয়ার
জন্য প্রচুর জলচর প্রাণী এই নদীতে প্রবেশ করে।যারা কুমীরদের খাদ্য হয়।এই নদীর অসংখ্য উপনদী আছে। যেমন শশেনদী, বুবি নদী,কলোপ নদী ইত্যাদি।এই সব উপনদীর অসংখ্য মাছ
এই লিম্পোপা নদীতে প্রবেশ করে। এই নদীর পাশ দিয়ে আছে লেবোম্বা পর্বতমালা।যে পর্বতমালায় অসংখ্য ঝরনা আছে। এই ঝরনার জল এই নদীতে প্রবেশ করে।সেখানে প্রচুর মাছ
দেখা যায়।এই নদীতে সবচেয়ে বেশি কুমীর থাকার কারণ এখানকার এই নদী গ্রীষ্মমন্ডলীয় এবং উপকান্তীয় অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত।
এই ধরনের আবহাওয়ায় কুমীর থাকতে সবচেয়ে বেশি পছন্দ করে। এই নদীর কুমীরগুলো নানান বৈচিত্র সমৃদ্ধ। নানা রঙের এবং নানা আকৃতির হয়।এই নদীতে এখন আর কোনো মানুষ নামতে
সাহস পায় না।তাছাড়া এই নদী যে যে দেশের পাশ দিয়ে প্রবাহিত সেই দেশের সরকার এই নদীতে নামা নিষিদ্ধ ঘোষণা করেছেন।এই নদীর পাশে ক্রুগার ন্যাশনাল পার্ক আছে। যেখানে বহু পর্যটক কুমীর দেখতে আসেন।নদীটার দৈর্ঘ্য ১৮০০কিলোমিটার।

 

Comments :0

Login to leave a comment