Minakshi Mukherjee

সরকার নিশ্চুপ, আক্রমণের মোকাবিলা করতে হবে মহিলাদেরই, 'মেয়েদের ব্রিগেডে' বললেন মীনাক্ষী

রাজ্য জেলা

রবিবার কোন্নগরে মেয়েদের বিগ্রেড সভায় বক্তব্য রাখছেন মীনাক্ষী মুখার্জী।

অনন্ত সাঁতরা

মেয়েদের মর্যাদা, অধিকার রক্ষা ও সমানাধিকারের দাবিতে লড়াই সংগ্রামকে শক্তিশালী করে তুলতে হবে। রবিবার কোন্নগর কালিতলায় উওরপাড়া বিধানসভায় 'মেয়েদের ব্রিগেড' সভায় এই আহ্বান জানান মীনাক্ষী মুখার্জী। এই সভায় এছাড়া বক্তব্য রাখেন মহিলা নেত্রী শুভ্রা দাস, মৌমিতা দাস, লতা সাহা এবং গণতান্ত্রিক আন্দোলনের নেতা শ্রুতিনাথ প্রহরাজ। সঞ্চালনা করেন আয়েত্রী ভৌমিক।

সভায় মীনাক্ষী মুখার্জী বলেন, "সাম্প্রতিক সাংবাদপত্রের প্রথম পাতাটা খেয়াল করুন। প্রথম পাতায় যেমন ব্যাটসম্যান স্মৃতি মান্ধানা, প্রতীকা রওয়ালের ছবি আছে তেমনি। এসএসকেএম'র কিশোরীর শ্লীলতাহানি ও ব্যাঙ্গালোরে বঙ্গ নারীর ধর্ষণের খবর রয়েছে। বাংলাকে আমরা বামপন্থীরা কোন উচ্চতায় নিয়ে গিয়েছিলাম। আজ কোন জায়গায় নামিয়ে এনেছে।"

তিনি বলেছেন যে একজন মহিলা কখন বাড়ি ফিরবো, তা সে নিজে ঠিক করবে। মুখ্যমন্ত্রী তা ঠিক করতে পারেন না। সরকার অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না, বরং তাদের আড়াল করবে। তাই মহিলাদের নিরাপত্তা মহিলাদেরই সুনিশ্চিত করতে হবে। এই জন্য আমাদের সংগঠিত হতে হবে। কারণ এরাজ্যে সরকার - প্রশাসন নেই। 
মীনাক্ষী আরও বলেন, "সরকার প্রশাসন যদি কিছু অবশিষ্ট থাকতো তাহলে আমাদের এই বৃষ্টিতে কোন্নগর কালিতলা মাঠে মেয়েদের ব্রিগেডের জন্য মিটিং করতে হত না। উত্তরপাড়ায় মেয়েদের ব্রিগেড দুটো দাবী তুললো মেয়েদের জন্য পাবলিক টয়লেট ও প্রাইভেট স্পেস করে দিতে। এই অপদার্থ সরকার সেটা করে দিতে পারলো না। একটা বিধায়ক জুটেছে কোথায় থাকে কী করে বোঝা যায়না। তাকে তো চোখে দেখা যায়না।"

তিনি বলেন, "উত্তরপাড়ায় একটা পাবলিক টয়লেট মেয়েদের জন্য তৈরী করে দিতে পারেনা সরকার? এর জন্য পোস্টার সাঁটাতে হবে? মেয়েরা কি তৃতীয় শ্রেণীর নাগরিক? অপদার্থ তৃণমূল সরকারের বানানোর ক্ষমতা না থাকে তো আমাদের জমি দিক আমরা পাবলিক টয়লেট তৈরী করে নেবো। আমরা পৌরসভাকে বলে দিতে চাই আমরা যদি শৌচালয় বানাই তাহলে সেখানে কোনও দুর্নীতি হতে দেবোনা।"

শুভ্রা দাস বলেন, "সারা দেশজুড়ে আজকে মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত। প্রতিদিন খবরের কাগজের পাতা খুললে প্রথম পাতায় দেখবেন কোথাও না কোথাও কোনও না কোনও মহিলা নির্যাতিত হচ্ছেন।" এমন ব্যবস্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার আহবান জানান তিনি।  শ্রুতিনাথ প্রহরাজ বলেন, "এ রাজ্যের স্বৈরাচারী শাসক পুলিশ ও প্রশাসনের মধ্যে এমন একটা ব্যবস্থা চালু রেখেছে। যেখানে সহজে ন্যায় বিচার পাবেন না। তিলোত্তমার বিচারের দাবিতে অনেক লড়াই আন্দোলন হয়েছে। কিন্তু সুবিচার মেলেনি। আমরা চাইছি গোটা রাজ্যে কম বয়স থেকে মেয়েদের মধ্যে সচেতনতা গড়ে উঠুক। অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি মহিলাদের অধিকার রক্ষার লড়াই চালাতে হবে।" এই কাজে মহিলাদের পাশে থেকে সকলকে একজোট হয়ে লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান জানান তিনি।

Comments :0

Login to leave a comment